ওসমানীনগরে ১৪ লাখ টাকার ভারতীয় বিড়িসহ ব্যবসায়ী আটক
জিতু আহমদ আওয়াজ সিলেট ওসমানীনগর প্রতিনিধি ::
সিলেটের ওসমানীনগরে সাড়ে ১৪ লাখ টাকার অবৈধ ভারতীয় নাসির বিড়িসহ সুব্রত কর (৫৬) নামে এক ব্যবসায়ীকে আটক করেছে ভ্রাম্যমাণ আদালত। গতকাল বৃহস্পতিবার সকালে তাকে আদালতের মাধ্যমে জেল হাজতে প্রেরণ করা হয়।
এর আগে বুধবার সন্ধ্যায় উপজেলার বাণিজ্যিক প্রাণকেন্দ্র গোয়ালাবাজারের একটি গোডাউনে ভ্রাম্যমাণ আদালতের অভিযানে তিনি আটক হন। অভিযানে নেতৃত্ব দেন ওসমানীনগর উপজেলা নির্বাহী কর্মকর্তা ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট জয়নাল আবেদীন। এতে সহযোগিতা করেন র্যাব-৯ এর এএসপি গোলাম কিবরিয়ার নেতৃত্বে র্যাবের একটি বিশেষ দল।
অভিযানকালে ৮ লাখ ৭ হাজার ৫০০ শলাকা ভারতীয় নাসির বিড়ি জব্দ করা হয়, যার বাজারমূল্য প্রায় ১৪ লাখ ৫৩ হাজার ৫০০ টাকা। আটক সুব্রত কর উপজেলার গোয়ালাবাজার ইউনিয়নের ইলাশপুর গ্রামের মৃত সত্যেন্দ্র করের ছেলে। তিনি দীর্ঘদিন ধরে গোয়ালাবাজারে পান-সুপারির ব্যবসা করছিলেন।
ঘটনার পর র্যাবের এসআই আব্দুল জলিল বাদী হয়ে ওসমানীনগর থানায় একটি মামলা (নং-০৪) দায়ের করেন।
এ বিষয়ে উপজেলা নির্বাহী কর্মকর্তা জয়নাল আবেদীন বলেন, গোয়ালাবাজারের একটি গোডাউন থেকে বিপুল পরিমাণ অবৈধ ভারতীয় নাসির বিড়ি জব্দ করা হয়েছে। আটক ব্যক্তিকে আদালতের মাধ্যমে জেল হাজতে পাঠানো হয়েছে।
ওসমানীনগর থানার ওসি (তদন্ত) এসএম মাহমুদুল হাসান রিপন বলেন, বৃহস্পতিবার সকালে আটককৃত সুব্রত করকে আদালতে প্রেরণ করা হয়েছে।