সিলেটে ক্ষেতে হাঁস ঢুকে পড়া নিয়ে সংঘর্ষে চাচাতো ভাইয়ের হাতে নিহত ১, আহত ২
মোঃ নাজমুল ইসলাম, প্রতিনিধি, আওয়াজ সিলেট
সিলেটের কানাইঘাট উপজেলার দীঘিরপার ইউনিয়নের লামা শাহ্পুর গ্রামে ক্ষেতে হাঁস হাঁস ঢুকে পড়া নিয়ে সংঘর্ষের ঘটনায় ১ জন নিহত এবং ২ জন আহত হওয়ার খবর পাওয়া গেছে।
নিহত যুবকের নাম সাইদুর রহমান (৩৫)। সে উক্ত গ্রামের মৃত কুতুব আলীর ছেলে।
এই ঘটনায় আহত হয়েছেন তাঁর দুই ভাই আবদুর রহমান (৩০) ও ফরিদ আহমদ (২৬)। তারা বর্তমানে সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতাল চিকিৎসাধীন রয়েছেন।
প্রত্যক্ষদর্শীরা জানান, সাইদুর ২০-২৫টি হাঁস পালন করে জীবিকা নির্বাহ করে। সম্প্রতি তার হাঁস কৃষি জমিতে ঢুকে পড়ে যা নিয়ে চাচা রকিব আলী ও চাচাতো ভাই ইমরান আহমদের সঙ্গে বিরোধ সৃষ্টি হয়। জমিতে বিষ প্রয়োগের ফলে সাইদুরের কয়েকটি হাঁস মারা যায় এবং বিচার চাইতে গেলে তারা সবাইকে প্রাণে মেরে ফেলার হুমকি দেয়।
শুক্রবার জুমার নামাজের পর সংঘর্ষের ঘটনায় ইমরান আহমদ ও তার পরিবারের লোকজন ধারালো ছুরি ও লোহার পাইপ দিয়ে আঘাত করে সাইদুর এবং তার দুই ভাইকে মারাত্মক আহত করেন।
তাদেরকে হাসপাতালে ভর্তি করার পর শনিবার (৩০ আগস্ট) ভোরে সাইদুর মারা যান।
এ ঘটনায় কানাইঘাট থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. আব্দুল আউয়াল বলেন, “এখনো লিখিত অভিযোগ পাওয়া যায়নি। তবে মূল অভিযুক্ত ইমরান আহমদ ও তার পিতা আব্দুল লতিফ ওরফে রকিব আলীকে আটক করা হয়েছে। প্রয়োজনীয় আইনি ব্যবস্থা প্রক্রিয়াধীন।”