ভিপি নুরের ওপর হামলার প্রতিবাদে ওসমানীনগরে গণঅধিকার পরিষদের বিক্ষোভ ও পথসভা
জিতু আহমদ, ওসমানীনগর প্রতিনিধি::
গণঅধিকার পরিষদের কেন্দ্রীয় সভাপতি ভিপি নুরুল হক নুর ও তার নেতাকর্মীদের ওপর হামলার প্রতিবাদে সিলেটের ওসমানীনগরে বিক্ষোভ মিছিল ও পথসভা অনুষ্ঠিত হয়েছে।
শনিবার দুপুরে উপজেলা গণঅধিকার পরিষদ ও অঙ্গসহযোগী সংগঠনের উদ্যোগে তাজপুর কদমতলা থেকে বিক্ষোভ মিছিল শুরু হয়ে সিলেট-ঢাকা মহাসড়কের বিভিন্ন এলাকা প্রদক্ষিণ করে তাজপুর বাজারে এসে পথসভায় অনুষ্ঠিত হয়।
ওসমানীনগর উপজেলা গণঅধিকার পরিষদের আহ্বায়ক শাহ আজমল আলী আতিকের সভাপতিত্বে ও সদস্য সচিব মাইদুল ইসলাম রাজুর পরিচালনায় পথসভায় বক্তারা বলেন, “২৪ শের গণঅভ্যুত্থানের মহানায়ক ভিপি নুরের ওপর হামলা মানে সমগ্র জুলাই যোদ্ধাদের ওপর হামলা। বক্তারা অবিলম্বে হামলাকারীদের আইনের আওতায় এনে দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানান।
সভায় বক্তব্য রাখেন উপজেলা গণঅধিকার পরিষদের সিনিয়র যুগ্ম আহ্বায়ক এম এইচ মুহিবুর রহমান, যুগ্ম সদস্য সচিব মিনহাজ রহমান, সিলেট জেলা যুব অধিকার পরিষদের সভাপতি জুবায়ের আহমদ তোফায়েল, সিলেট জেলা ছাত্র অধিকার পরিষদের সাধারণ সম্পাদক মিসবাহুল হক মোহন, উপজেলা ছাত্র অধিকার পরিষদের নেতা বাবুল মামুন, সালেহ আহমদ খান ও বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন নেতা ইব্রাহিম আহমদ।