৮। স্টেডিয়াম প্রাঙ্গণে যেকোনো ধরনের বাজি নিষিদ্ধ ও আইনত দণ্ডনীয় অপরাধ।
৯। বাজি বা এই ধরনের দুর্নীতিমূলক কার্যকলাপে জড়িত ব্যক্তি আইন প্রয়োগকারী কর্তৃপক্ষ এবং বিসিবির দুর্নীতি দমন কর্মকর্তাদের নিকট এমন কার্যকলাপের জন্য শাস্তিযোগ্য অপরাধী বলে গণ্য হবে।
১০। স্টেডিয়ামের সমস্ত স্ট্যান্ড এলাকায় ধূমপান নিষিদ্ধ।
১১। প্রত্যেক দর্শক আইসিসির বৈষম্য বিরোধী নীতি মেনে চলতে বাধ্য, ব্যপ্তয়ে স্টেডিয়াম থেকে উচ্ছেদ যোগ্য অপরাধ বলে গণ্য হবে।
১২। কেউ যদি ভাষা, অঙ্গভঙ্গি, অথবা অন্য কোনো কিছুর মাধ্যমে, জাতি, ধর্ম, সংস্কৃতি, বর্ণ, বংশ, জাতীয়তা, জাতিগত উৎস, লিঙ্গ, যৌন অভিমুখিতা, অক্ষমতা, বৈবাহিক অবস্থা অথবা মাতৃত্বের অবস্থার ভিত্তিতে অন্য কোনো ব্যক্তিকে (খেলোয়াড়, ম্যাচ কর্মকর্তা বা দর্শক) অপমান, ভয় দেখানো, হুমকি দেওয়া, অবমাননা করা বা অপমান করার সম্ভাবনা প্রদর্শনের ব্যাপার দেখা যায়, তাহলে স্টেডিয়াম থেকে বহিষ্কার করা হবে। এমন অপরাধকে ফৌজদারি মামলা যোগ্য অপরাধ বলে বিবেচিত হবে।
বাংলাদেশ-নেদারল্যান্ডস সিরিজের তিনটি টি-টোয়েন্টিই হবে সিলেটে। ম্যাচগুলো হবে ৩০ আগস্ট, ১ ও ৩ সেপ্টেম্বর। তিনটি ম্যাচই শুরু হবে বাংলাদেশ সময় সন্ধ্যা ৬ টায়।