প্রিন্ট এর তারিখঃ সেপ্টেম্বর ৮, ২০২৫, ২:৫৯ এ.এম || প্রকাশের তারিখঃ অগাস্ট ২৫, ২০২৫, ৫:১১ এ.এম
বরিশালে গ্রেফতার কনটেন্ট ক্রিয়েটর তৌহিদ আফ্রিদিকে ঢাকায় আনা হচ্ছে
বৈষম্যবিরোধী আন্দোলনের সময় দায়ের করা একটি হত্যা মামলায় গ্রেফতার কনটেন্ট ক্রিয়েটর তৌহিদ আফ্রিদিকে ঢাকায় আনা হয়েছে। রোববার রাতে বরিশাল মহানগরের বাংলা বাজার এলাকার একটি বাড়িতে সিআইডির বিশেষ অভিযানে তাকে আটক করা হয়।
বরিশাল কোতোয়ালি মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মিজানুর রহমান জানান, রাত সাড়ে ১০টার দিকে ঢাকা থেকে আসা সিআইডির একটি দল স্থানীয় পুলিশের সহযোগিতায় তৌহিদ আফ্রিদিকে গ্রেফতারর করে। গ্রেফতারের পরপরই তাকে ঢাকায় নিয়ে যাওয়া হয়েছে।
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত