এ রহমান – আওয়াজ সিলেট প্রতিনিধি
ঐতিহ্যবাহী ফেঞ্চুগঞ্জ বাজার বণিক সমিতির নির্বাচন শেষে ঘোষণা করা হয়েছে চূড়ান্ত ফলাফল। সভাপতি পদে নির্বাচিত হয়েছেন রাজু আহমদ রাজা এবং সাধারণ সম্পাদক পদে বিজয়ী হয়েছেন মোহাম্মদ বদরুজ্জামান তানভীর। ভোট গণনা শেষে বাজারজুড়ে আনন্দ-উল্লাসে মেতে ওঠেন সমর্থকরা।
ঘোষিত ফলাফল অনুযায়ী সভাপতি পদে রাজু আহমদ রাজা পেয়েছেন সর্বাধিক ৯৭৬ ভোট। অন্যদিকে সাধারণ সম্পাদক পদে মোহাম্মদ বদরুজ্জামান তানভীর পেয়েছেন ৯৭১ ভোট।
এছাড়া সমিতির অন্যান্য পদে নির্বাচিত হয়েছেন—
সহ-সভাপতি পদে:
১. শেখ মিঠু – ৬৩১ ভোট
২. সাজু আহমদ খান – ৫৯৬ ভোট
সহ-সাধারণ সম্পাদক পদে: গুলাম সরোয়ার খান বাবু – ৬৯৪ ভোট
দপ্তর সম্পাদক পদে: কমল হাসান বাবর – ৭২৮ ভোট
অর্থ সম্পাদক পদে: বিদ্যুৎ সাহা – ১১৫৩ ভোট
ফলাফল ঘোষণার পর বাজার এলাকায় বিজয়ীদের সমর্থকরা মিছিল, স্লোগান ও আনন্দ-উৎসবে অংশ নেন। নির্বাচনের শান্তিপূর্ণ পরিবেশে ভোট গ্রহণ ও গণনা সম্পন্ন হওয়ায় প্রার্থীরা সন্তোষ প্রকাশ করেন।