এ রহমান – আওয়াজ সিলেট প্রতিনিধি ফেঞ্চুগঞ্জ উপজেলা
ঐতিহ্যবাহী ফেঞ্চুগঞ্জ বাজার বণিক সমিতির আসন্ন নির্বাচনে প্রাণ ফিরে পেয়েছে নির্বাচনী প্রচারণা। আগামী ২৫ আগস্ট অনুষ্ঠিতব্য এ নির্বাচনে সাধারণ সম্পাদক পদে হরিণ মার্কার প্রার্থী মোহাম্মদ বদরুজ্জামান তানভীর এগিয়ে রয়েছেন আলোচনায়।
আজ ২৩ আগস্ট, শনিবার বিকেলে বাজারের ১, ২ ও ৩নং ওয়ার্ড এলাকায় স্থানীয় মুরুব্বিয়ান, ব্যবসায়ী, যুবক ও তরুণদের সাথে নিয়ে তিনি এক বিশাল পথযাত্রার আয়োজন করেন। বাজারের প্রধান সড়কজুড়ে অনুষ্ঠিত এ প্রচারণায় সমর্থকদের ঢল রূপ নেয় জনস্রোতের —তানভীর এখন ব্যবসায়ী সমাজের আস্থার শীর্ষ প্রতীক।
ভোটারদের প্রত্যাশা
পথযাত্রায় অংশ নেওয়া প্রবীণ ব্যবসায়ী ফখরুল ইসলাম বলেন, “তানভীর সবসময় ব্যবসায়ীদের পাশে থেকেছেন। তার নেতৃত্বে বাজারে শৃঙ্খলা ও উন্নয়ন আসবে।”
তরুণ সমর্থক অলিদ আহমদ জানান, “তানভীর ভাই তরুণদের আশা। আমরা বিশ্বাস করি হরিণ মার্কার জয় নিশ্চিত।”
প্রার্থীর অঙ্গীকার
স্থানীয় বিশ্লেষকরা মনে করছেন, তরুণদের উচ্ছ্বাস, প্রবীণদের সমর্থন ও ব্যবসায়ীদের আস্থার কারণে বদরুজ্জামান তানভীর সাধারণ সম্পাদক পদে বর্তমানে সবচেয়ে শক্তিশালী প্রার্থী। ফলে নির্বাচনের মাঠে এখন আলোচনার কেন্দ্রবিন্দু একটাই—
হরিণ মার্কাই ফেঞ্চুগঞ্জ বাজার বণিক সমিতির ভবিষ্যতের ভরসা।