ইরানের রাষ্ট্রীয় সংবাদমাধ্যম জানিয়েছে,
শুক্রবার (২২ আগস্ট) ইরানের দক্ষিণ-পূর্বাঞ্চলীয় সিস্তান ও বেলুচিস্তান প্রদেশে বন্দুকধারীরা পাঁচজন পুলিশ কর্মকর্তাকে হত্যা করেছে।
সরকারি বার্তা সংস্থা আইআরএনএ (IRNA) জানিয়েছে, কর্মকর্তারা দুইটি পুলিশ গাড়িতে করে টহল দিচ্ছিলেন, তখন ইরানশাহর শহরের কাছে সড়কে তাদের ওপর হামলা চালানো হয়। এই শহরটি রাজধানী তেহরান থেকে প্রায় ১,৩০০ কিলোমিটার (৮০০ মাইল) দক্ষিণ-পূর্বে অবস্থিত।
হামলায় কতজন পুলিশ আহত হয়েছেন সে বিষয়ে কোনো তথ্য দেয়া হয়নি। এখনও পর্যন্ত কোনো গোষ্ঠী এই হামলার দায় স্বীকার করেনি।
আফগানিস্তান ও পাকিস্তানের সীমান্তবর্তী এই প্রদেশে মাঝে মাঝে সশস্ত্র চোরাকারবারি, জঙ্গি গোষ্ঠী এবং ইরানি নিরাপত্তা বাহিনীর মধ্যে প্রাণঘাতী সংঘর্ষ ঘটে থাকে। এটি ইরানের সবচেয়ে অনুন্নত প্রদেশগুলোর একটি।
গত জুলাই মাসে, প্রাদেশিক রাজধানী জাহেদানে একটি আদালত ভবনে হামলাকারীরা গুলি ও গ্রেনেড নিক্ষেপ করে হামলা চালায়। তাতে একটি শিশুসহ ছয়জন নিহত এবং ২০ জন আহত হন।