মোঃ নাজমুল ইসলাম, আওয়াজ সিলেট, প্রতিনিধি
খ্যাতনামা মার্কিন বিচারক ফ্র্যাঙ্ক ক্যাপ্রিও বুধবার (২০ আগস্ট) ৮৮ বছর বয়সে দীর্ঘদিন ধরে অগ্ন্যাশয়ের ক্যানসারের সঙ্গে লড়াই করে স্বাভাবিক মৃত্যুবরণ করেছেন।
মানবতাবাদ, বিনয় এবং মানুষের মধ্যকার মমতা ও কল্যাণকামিতার প্রতি অটল বিশ্বাসের জন্য পরিচিত, বিচারক ক্যাপ্রিও কেবল যুক্তরাষ্ট্রেই নয়, সারা বিশ্বে ভালোবাসার প্রতীক হয়ে উঠেছিলেন — তাঁর সহানুভূতিশীল ও ন্যায়বিচারপূর্ণ রায়গুলোর জন্য।
তাঁর বিচারের এক অনন্য ধারা ছিল, যা মানবিক সহানুভূতি ও বোঝাপড়াকে সর্বাগ্রে স্থান দিত —যাতে কোটি কোটি মানুষ মুগ্ধ হয়েছেন।
তিনি শুধু একজন সম্মানিত বিচারক হিসেবেই স্মরণীয় থাকবেন না, বরং একজন প্রিয় স্বামী, পিতা, দাদা, প্রপিতামহ ও বন্ধু হিসেবেও মনে রাখবেন সবাই। তাঁর জীবন ও কর্ম অসংখ্য দয়া ও সহানুভূতির কাজকে অনুপ্রাণিত করেছে, যা আজ এক অমলিন নজির হয়ে আছে।
তাঁর সম্মানে, অনেকেই এখন প্রতিজ্ঞা করছেন পৃথিবীতে আরও দয়া ও সহানুভূতি ছড়িয়ে দিতে — যেমনটা বিচারক ক্যাপ্রিও তাঁর প্রতিটি দিন করেছেন।