ঐতিহ্যবাহী ফেঞ্চুগঞ্জ বাজার বণিক সমিতির আসন্ন নির্বাচনকে ঘিরে পুরো এলাকায় এখন নির্বাচনী আমেজ বইছে। পোস্টার, লিফলেট আর সরব প্রচারণায় মুখর হয়ে উঠেছে বাজার ও আশপাশের এলাকা। সভাপতি পদে দুই প্রার্থীর প্রতিদ্বন্দ্বিতায় ইতোমধ্যেই জমে উঠেছে নির্বাচনী হাওয়া।
সাবেক তিনবারের নির্বাচিত সাধারণ সম্পাদক রাজু আহমদ রাজা প্রতিদ্বন্দ্বিতা করছেন মোটরসাইকেল মার্কা নিয়ে। তিনি ভোটারদের কাছে উন্নয়নমূলক কর্মকাণ্ডের ধারাবাহিকতা বজায় রাখার অঙ্গীকার ব্যক্ত করছেন। ব্যবসায়ীদের দাবি-দাওয়ার প্রতি দায়িত্বশীল ভূমিকা রাখার পাশাপাশি বাজারের অবকাঠামো উন্নয়ন, নিরাপত্তা ও সুষ্ঠু পরিবেশ নিশ্চিত করাকে তিনি অগ্রাধিকার দিচ্ছেন।
অন্যদিকে, আনারস মার্কা নিয়ে প্রতিদ্বন্দ্বিতা করছেন সাবেক সহ-সভাপতি ইকবাল আহমদ খান। তিনি ব্যবসায়ীদের সার্বিক সেবা ও সহযোগিতাকে তার প্রধান লক্ষ্য হিসেবে ঘোষণা করেছেন। প্রচারণায় তিনি বাজারের সামগ্রিক উন্নয়ন, ব্যবসায়ীদের অধিকার রক্ষা ও সংগঠনকে আরও শক্তিশালী করার প্রতিশ্রুতি দিচ্ছেন।
ফেঞ্চুগঞ্জ বাজারের ব্যবসায়ীরা বলছেন, দুই প্রার্থীই অভিজ্ঞ ও যোগ্য। তারা দীর্ঘদিন ধরে সংগঠনের সঙ্গে যুক্ত থেকে ব্যবসায়ীদের স্বার্থে কাজ করেছেন। একাধিক ব্যবসায়ী জানান, “আমরা চাই এই নির্বাচনের মাধ্যমে একজন যোগ্য নেতা নির্বাচিত হয়ে বাজারের উন্নয়নে কার্যকর ভূমিকা রাখবেন।”
ইতোমধ্যেই পোস্টার-ব্যানার টানানো, দারে দারে গিয়ে সমর্থন চাওয়া এবং গণসংযোগের মাধ্যমে দুই প্রার্থীই জোর প্রচারণা চালাচ্ছেন। সমর্থক ও শুভাকাঙ্ক্ষীদের মধ্যেও নির্বাচনী উচ্ছ্বাস স্পষ্ট। বাজারের চায়ের দোকান থেকে শুরু করে ব্যবসায়ীদের আড্ডার টেবিল— সর্বত্রই এখন আলোচনার বিষয় আসন্ন নির্বাচন।
নির্বাচনী পরিবেশে বাজারের প্রতিটি কোণায় এখন প্রতিদ্বন্দ্বিতার উত্তাপ ছড়িয়ে পড়েছে। ব্যবসায়ীরা সুষ্ঠু, শান্তিপূর্ণ ও প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ একটি নির্বাচনের প্রত্যাশা করছেন। দুই অভিজ্ঞ প্রার্থীর মুখোমুখি লড়াইকে কেন্দ্র করে এখন সকলের নজর ফেঞ্চুগঞ্জ বাজার বণিক সমিতির দিকে।