ঠাকুরগাঁও রাণীশংকৈলে নিয়ন্ত্রণ হারিয়ে মহাসড়কে উল্টে
নাবিল পরিবহনের হেলপার আ,হত।
হাসিনুজ্জামান মিন্টু
আওয়াজ সিলেট – ঠাকুরগাঁও প্রতিনিধি,,
ঠাকুরগাঁওয়ের রানীশংকৈলে বালিয়াডাঙ্গী থেকে আসা দ্রুতগতির একটি নাবিল পরিবহনের বাস বিপরীত দিক থেকে আসা সিএনজিকে ক্রসিং করার সময় চালক আচমকা ব্রেক করেন। এসময় বাসটি নিয়ন্ত্রণ হারিয়ে সড়কের মধ্যে উল্টে যায়। এতে বাসের হেলপার আহত হন। তবে বাসটিতে কোনো যাত্রী ছিল না।
মঙ্গলবার (১৯ আগস্ট) ভোর সাড়ে ৫টার দিকে মহেশপুর গোরস্থান সংলগ্ন স্থানে এ দুর্ঘটনা ঘটে।
দুর্ঘটনার পর থেকে ওই সড়কে যান চলাচল বন্ধ রয়েছে। এ বিষয়ে পুলিশ জানায়, ঠাকুরগাঁও থেকে উদ্ধারকারী রেকার পৌঁছালে পরিস্থিতি স্বাভাবিক হবে। নিউজ করা পর্যন্ত রাস্তায় যানজট ছিল।