হাসিনুজ্জামান মিন্টু, ঠাকুরগাঁওয়ে প্রতিনিধি:- ঠাকুরগাঁওয়ের পীরগঞ্জে পুলিশের অভিযানে অনৈতিক কাজে জড়িত থাকার অভিযোগে এক যুবক ও এক যুবতীকে আটক করা হয়েছে।
পীরগঞ্জ থানার এসআই সজল বসাক জানান, আজ রাতে পৌর শহরের শান্তিবাগ মাঠ এলাকায় আমিন নামের এক ব্যক্তির বাড়িতে অভিযান চালানো হয়। এসময় একটি কক্ষ থেকে রাকিব ও নিপা নামে দুইজনকে অনৈতিক কাজে লিপ্ত অবস্থায় আটক করা হয়।
ঘটনাস্থলে সহকারী কমিশনার (ভূমি) এন. এম. ইশফাকুল কবীর উপস্থিত হয়ে আটককৃতদের ভ্রাম্যমাণ আদালতে পাঠান। সেখানে দোষ স্বীকার করার পর আদালত নিপাকে ২০ দিনের বিনাশ্রম কারাদণ্ড ও অর্থদণ্ড এবং রাকিবকে এক মাসের বিনাশ্রম কারাদণ্ড ও অর্থদণ্ড দেন।
আটক নিপা পীরগঞ্জ পৌর শহরের শান্তিবাগ এলাকার মৃত গিয়েস উদ্দিনের মেয়ে। আর রাকিব রানীশংকৈল উপজেলার নেকমরদ ইউনিয়নের ভবানন্দপুর গ্রামের মৃত মোফাজ্জল হোসেনের ছেলে।
পীরগঞ্জ থানার ওসি তাজুল ইসলাম বলেন, ভ্রাম্যমাণ আদালতের রায়ে সাজাপ্রাপ্ত ওই যুবক-যুবতীকে মঙ্গলবার সকালে ঠাকুরগাঁও জেলা কারাগারে পাঠানো হয়েছে।