ওসমানীনগরে দুই বেকারিতে প্রশাসনের অভিযান, ৪০ হাজার টাকা জরিমানা
জিতু আহমদ আওয়াজ সিলেট ওসমানীনগর প্রতিনিধি ::
সিলেটের ওসমানীনগরে ভোক্তাদের স্বাস্থ্য সুরক্ষায় উপজেলা প্রশাসন ও জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের যৌথ উদ্যোগে অভিযান পরিচালনা করা হয়েছে।
আজ মঙ্গলবার বিকেলে উপজেলার গোয়ালাবাজার ও কলারাই বাজারে মোবাইল কোর্ট অভিযান পরিচালনা করা হয়।
এসময় দুটি বেকারিতে অনুমতিহীন কেমিক্যাল ও ফুড কালার, পুড়া তেল ব্যবহারসহ অনিয়ম পাওয়া যায়। এবং একটি বেকারিতে বিএসটিআইয়ের অনুমোদনপত্রও না পাওয়ায় ভোক্তা অধিকার আইন লঙ্ঘনের দায়ে দুটি বেকারিকে মোট ৪০ হাজার টাকা অর্থদণ্ড প্রদান করা হয়। একই সঙ্গে যেসব প্রতিষ্ঠানে বিএসটিআইয়ের অনুমোদন নেই, তাদেরকে এক মাসের মধ্যে তা সংগ্রহ করার নির্দেশ দেয়া হয়েছে।
মোবাইল কোর্ট অভিযানের নেতৃত্ব দেন উপজেলা নির্বাহী কর্মকর্তা ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট জয়নাল আবেদীন।
এসময় তিনি বলেন, দুটি বেকারিকে মোট ৪০ হাজার টাকা অর্থদণ্ড প্রদান করা হয় । একই সঙ্গে যেসব প্রতিষ্ঠানে বিএসটিআইয়ের অনুমোদন নেই তাদেরকে এক মাসের মধ্যে তা সংগ্রহ করার নির্দেশ দেয়া হয়েছে । ভোক্তাদের স্বাস্থ্য সুরক্ষায় অভিযান অব্যাহত থাকবে।
মোবাইল কোর্ট পরিচালনায় সহযোগিতা করেন ওসমানীনগর থানা পুলিশের একটি টিম।