এ রহমান – আওয়াজ সিলেট প্রতিনিধি – ১৬ আগস্ট
বর্তমান সরকার ১৫ আগস্টকে জাতীয় শোক দিবস থেকে বাতিল করেছে। তবে এ দিনটি নিয়ে ফেসবুকে স্ট্যাটাস দেওয়ায় বাংলা নাটকের জনপ্রিয় অভিনেতা খাইরুল বাশারকে ঘিরে বিতর্কের সৃষ্টি হয়েছে। জানা গেছে, তার নিজের ক্যাম্পাসে তার ছবিতে জুতা নিক্ষেপের পরিকল্পনা করা হয়েছে।
এ প্রসঙ্গে খাইরুল বাশার নিজেই সামাজিক যোগাযোগমাধ্যমে ব্যঙ্গাত্মক ভঙ্গিতে প্রতিক্রিয়া জানান। তিনি লেখেন,
“আজ নাকি আমার ক্যাম্পাসে আমার ছবিতে জুতা নিক্ষেপ হবে? এই চোরের রাষ্ট্রে, এই বাটপারের রাষ্ট্রে আমি কোন অপরাধে? আমি কি শুধু অন্যায়ের বিরুদ্ধে যুগ ধরে কথা বলেছি বলেই শাস্তি পাচ্ছি? শেখ মুজিবুর রহমানের মৃত্যুতে শোক প্রকাশ করেছি বলেই?”
তিনি আরও লিখেন, “আমার ছবিটা বড় করে প্রিন্ট করো, সবচেয়ে পচা জুতাটা নিক্ষেপ করো। আমি হাসিমুখে গ্রহণ করবো। কারণ আমি বুঝেছি, তোমরা এখন রাজনৈতিক হয়েছো—ইগো আর আলাদা লক্ষ্য নিয়েই এগোচ্ছো। সেখানে মানুষের অনুভূতি আর সাধারণের আবেগ আর বিবেচনার বিষয় নয়।”
তবে ক্ষোভের মাঝেও অভিনেতা শুভকামনা জানিয়ে বলেন, “ভালোবাসা ও শুভকামনা তোমাদের জন্য। তোমরা এ দেশের প্রকৃতি, ঐতিহ্য ও মানুষের হও—এই কামনা করি।”
অভিনেতার এমন পোস্ট ঘিরে সামাজিক যোগাযোগমাধ্যমে মিশ্র প্রতিক্রিয়া দেখা দিয়েছে। কেউ তার বক্তব্যকে মত প্রকাশের স্বাধীনতার ওপর আঘাত হিসেবে দেখছেন