ঝাল হাঁসের মাংস ভাতের সাথে খেতে পছন্দ করেন উপদেষ্টা আসিফ মাহমুদ
এ রহমান - প্রতিনিধি আওয়াজ সিলেট, ১৫ আগস্ট, শুক্রবার।
খাবারের রুচি প্রকাশ করলেন উপদেষ্টা আসিফ মাহমুদ। জানালেন, ঝাল হাঁসের মাংসের সাথে ভাত তার প্রিয় খাবারের তালিকার শীর্ষে।
উপদেষ্টা আসিফ মাহমুদ জানিয়েছেন, সাধারণত তিনি ভাতের সাথে ঝাল স্বাদের খাবার পছন্দ করেন। তবে বিশেষ করে হাঁসের মাংসের ঝাল রান্না তার কাছে আলাদা তৃপ্তির। খাবারের প্রসঙ্গ ওঠায় হাসিমুখে তিনি বলেন, “ঝাল হাঁসের মাংস আর গরম ভাত—এই দুইয়ের মেলবন্ধনেই যেন স্বর্গীয় স্বাদ।”
খাবারের প্রতি তার এই পছন্দ জানাজানি হতেই সহকর্মী ও শুভাকাঙ্ক্ষীদের মধ্যে আলোচনার জন্ম দিয়েছে। অনেকে ইতিমধ্যেই তার জন্য প্রিয় খাবারটি রান্নার ইচ্ছা প্রকাশ করেছেন।