ফেঞ্চুগঞ্জ বাজার বণিক সমিতি নির্বাচনে সাধারণ সম্পাদক পদে প্রতিদ্বন্দ্বিতা করছেন মো. বদরুজ্জামান তানভীর
ফেঞ্চুগঞ্জ (নিজস্ব প্রতিনিধি) —
আসন্ন ঐতিহ্যবাহী ফেঞ্চুগঞ্জ বাজার বণিক সমিতি নির্বাচনে সাধারণ সম্পাদক পদে প্রার্থী হয়েছেন তরুণ ব্যবসায়ী সমাজসেবক মো. বদরুজ্জামান তানভীর। তিনি আগামী ২৫ আগস্ট ২০২৫, রোজ সোমবার অনুষ্ঠিতব্য নির্বাচনে হরিণ মার্কা প্রতীক নিয়ে প্রতিদ্বন্দ্বিতা করবেন।
প্রার্থী মো. বদরুজ্জামান তানভীর বলেন, “ফেঞ্চুগঞ্জ বাজার ব্যবসায়ীদের সার্বিক উন্নয়ন, অধিকার রক্ষা ও ব্যবসায়িক পরিবেশ আধুনিকায়নের জন্য আমি কাজ করতে চাই। আপনাদের মহামূল্যবান ভোট আমাকে এ কাজ করার সুযোগ করে দেবে।”
তিনি ব্যবসায়ী সমাজের ঐক্য, বাজারের নিরাপত্তা বৃদ্ধি, আধুনিক অবকাঠামো উন্নয়ন এবং বণিকদের ন্যায্য অধিকার নিশ্চিত করার প্রতিশ্রুতি ব্যক্ত করেন।
উল্লেখ্য, ফেঞ্চুগঞ্জ বাজার বণিক সমিতি নির্বাচনকে ঘিরে এলাকায় ইতোমধ্যে উৎসবমুখর পরিবেশ বিরাজ করছে। প্রার্থীরা নিজ নিজ প্রচারণা চালাচ্ছেন, পোস্টার, ব্যানার ও জনসংযোগের মাধ্যমে ভোটারদের দ্বারে দ্বারে যাচ্ছেন।
আগামী ২৫ আগস্টের নির্বাচনে সাধারণ সম্পাদক পদে প্রতিদ্বন্দ্বিতা করে বিজয়ী হলে তিনি ফেঞ্চুগঞ্জ বাজারকে আধুনিক ও ব্যবসাবান্ধব বাজার হিসেবে গড়ে তোলার প্রত্যয় ব্যক্ত করেছেন।