মোঃ জাহান মিয়া, বিশ্বনাথ প্রতিনিধি:
সিলেটের বিশ্বনাথে গলায় ফাঁস দিয়ে আত্নহত্যা করেছে ইমন মিয়া (২১) নামের এক যুবক। তিনি উপজেলার দশঘর ইউনিয়নের সাড়ইল গ্রামের মৃত আছকর আলীর ছেলে।
পারিবারীর সূত্র জানা যায়, প্রতিদিনের ন্যায় মঙ্গলবার রাতের খাবার শেষে নিজের শোবার ঘরে ঘুমাতে যান ইমন৷ পরদিন অর্থাৎ আজ বুধবার (১৩ অগাস্ট) সকাল ১০টায় ডাকাডাকি করেও তাঁর কোনো সাড়াশব্দ না পেয়ে অনেক ডাকাডাকির পর বড়ভাই সুমন মিয়া ঘরের ভেন্টিলেটার দিয়ে দেখতে পান ইমন গলায় ফাঁস দিয়ে সিলিং ফ্যানের সাথে ঝুলন্ত অবস্থায় রয়েছেন। খবর দিলে থানা পুলিশ গিয়ে তাঁর লাশ উদ্ধার করে।
বিশ্বনাথ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এনামুল হক চৌধুরী জানান, 'লা*শ উ'দ্ধা'র করে ময়না তদন্তের জন্য সিলেটের এমএজি ওসমানী মে'ডিক্যাল কলেজ হাসপা'তালের মর্গে প্রেরণ করা হয়েছে।