লন্ডনে ‘ভয়েস ফর হিউম্যান ডিগনিটি’র আয়োজনে বঙ্গবন্ধুর ৫০তম শাহাদাতবার্ষিকী উপলক্ষে সেমিনার অনুষ্ঠিত: রাজনৈতিক সংকট ও ৭২’র সংবিধান নিয়ে গুরুত্বপূর্ণ আলোচনা
স্থান: মাইক্রো বিজনেস সেন্টার, পূর্ব লন্ডন
তারিখ: ১২ আগস্ট ২০২৫, মঙ্গলবার |
সময়: সন্ধ্যা ৬টা
লন্ডনে অনুষ্ঠিত হলো জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৫০তম শাহাদাতবার্ষিকী উপলক্ষে আয়োজিত একটি গুরুত্বপূর্ণ সেমিনার। মানবাধিকার সংগঠন ‘ভয়েস ফর হিউম্যান ডিগনিটি’ আয়োজন করে এই আলোচনা সভার, যার মূল প্রতিপাদ্য ছিল জাতীয় শোক দিবস, বাংলাদেশের বর্তমান রাজনৈতিক সংকট এবং বঙ্গবন্ধুর রাজনীতির প্রাসঙ্গিকতা।
সেমিনারে বক্তারা বলেন, বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান কেবল একজন নেতা নন, বরং তিনি বাংলাদেশের অস্তিত্বের প্রতীক। তাঁকে বাদ দিয়ে মুক্তিযুদ্ধ, স্বাধীনতা কিংবা ৭২-এর সংবিধান—কোনো কিছুরই পূর্ণতা নেই।
ব্যারিস্টার তানিয়া আমির বলেন:
“পৃথিবীর ইতিহাসে বাংলাদেশই প্রথম দেশ, যেখানে জনগণ নিজেরাই স্বাধীনতা ঘোষণা করেছে। অন্তর্বর্তীকালীন সরকারের সংবিধানে কোনো বৈধতা নেই। নির্বাচিত সংসদের উপর আগাম হস্তক্ষেপ চলবে না। স্বাধীন, নিরপেক্ষ ও অন্তর্ভুক্তিমূলক নির্বাচন ছাড়া দেশে কোনো গ্রহণযোগ্য নির্বাচন সম্ভব নয়।”
তিনি আরও উল্লেখ করেন, “একটি পক্ষ যেমন বঙ্গবন্ধুকে ইতিহাস থেকে মুছে ফেলতে চায়, অন্য পক্ষ তাঁকে একক সম্পত্তি বানাতে চায়—কিন্তু বঙ্গবন্ধু কারো একার নয়, তিনি বাংলাদেশের সবার।”
আলোচনায় অংশ নেন:• মুক্তিযুদ্ধকালীন ডাকসুর সদস্য ও বীর মুক্তিযোদ্ধা দেওয়ান গৌস সুলতান, সাবেক প্রেস মিনিস্টার, সাংবাদিক ও গবেষক আশেকুন নবী চৌধুরী, বীর মুক্তিযোদ্ধা ও সাংবাদিক আবু মুসা হাসান, ব্যারিস্টার জয়নাল আবেদিন, কবি-সাংবাদিক হামিদ মোহাম্মদ
বক্তারা বলেন, বঙ্গবন্ধু পাকিস্তানের ২৩ বছরের মধ্যে ১৭ বছরই কাটিয়েছেন কারাগারে, দেশের মানুষের অধিকার আদায়ের লড়াইয়ে। স্বাধীনতার ঘোষণা থেকে শুরু করে মিত্রবাহিনীর বিদায় এবং একটি শ্রেষ্ঠ সংবিধান উপহার—সবই ছিল তাঁর দূরদর্শী নেতৃত্বের ফল।
৭২’র সংবিধান প্রসঙ্গে আলোচকরা বলেন: “এই সংবিধান শুধু একটি কাগজ নয়, এটি একটি জাতির আত্মপরিচয়। এর সঙ্গে ছিনিমিনি খেলা চলবে না। এমনকি আন্তর্জাতিক আদালতেও বাংলাদেশের স্বাধীনতার ঘোষণাপত্র রেফারেন্স হিসেবে ব্যবহৃত হয়েছে।”
সেমিনারের অন্যান্য দিক: স্বাগত বক্তব্য: সাংবাদিক ও গবেষক সুজাত মনসুর, সঞ্চালনা: তওহিদ ফিতরাত হোসেন ও সৈয়দ তাহমিম হোসেন, শহীদদের প্রতি শ্রদ্ধা: এক মিনিট নীরবতা পালন
• কবিতা আবৃত্তি ও সাংস্কৃতিক পরিবেশনা:
•কবি জুয়েল রাজ
•কবি ইকবাল হোসেন
•কবি এ.কে.এম আব্দুল্লাহ
•বাচিক শিল্পী শিব্বির আহমেদ শুভ
•ফয়েজ নূর
•সাংস্কৃতিক ব্যক্তিত্ব উর্মি মাজহার
•কবি ময়নুর রহমান বাবুল
সমাপনী বক্তব্যে সাংবাদিক ও রাজনৈতিক বিশ্লেষক হরমুজ আলী বলেন, “আজ বাংলাদেশের রাজনৈতিক সংকটের সমাধান খুঁজতে হলে আমাদের ফিরতে হবে বঙ্গবন্ধুর আদর্শ ও ৭২’র সংবিধানে।”
এই সেমিনারে লন্ডনের বিভিন্ন প্রান্ত থেকে অংশগ্রহণ করেন সাংবাদিক, শিক্ষক, মুক্তিযোদ্ধা ও সাংস্কৃতিক কর্মীরা।