ওসমানীনগর প্রতিনিধি ::
গাজীপুরে সাংবাদিক আসাদুজ্জামান তুহিন হত্যাসহ বিভিন্ন স্থানে সাংবাদিকদের উপর নির্যাতনের প্রতিবাদে সিলেটের ওসমানীনগরে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে।
রবিবার বিকেলে উপজেলা প্রেসক্লাবের আয়োজনে উপজেলার বানিজ্যিক প্রাণকেন্দ্র গোয়ালাবাজার সিলেট-ঢাকা মহাসড়কে এ মানববন্ধন অনুষ্ঠিত হয়।
ওসমানীনগর উপজেলা প্রেসক্লাবের সভাপতি জয়নাল আবেদীনের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক কবির আহমদের পরিচালনায় মানববন্ধনে বক্তারা বলেন,স্বাধীন ও মুক্ত সাংবাদিকতা নিশ্চিত করার লক্ষ্যে তুহিন হত্যাকাণ্ডে গ্রেপ্তারকৃতদের সর্বোচ্চ শাস্তি নিশ্চিত করতে হবে। নাহলে সাংবাদিক সমাজ কঠোর কর্মসূচি গ্রহণ করতে বাধ্য হবে।তুহিন হত্যার সাথে জড়িত কেউ যেন ছাড় না পায়। শুধু তাই নয় এর পিছনে যেসকল মদদদাতা রয়েছে তাদেরও আইনের আওতায় আনতে হবে।
এসময় বক্তব্য রাখেন ওসমানীনগর উপজেলা বিএনপি সাধারণ সম্পাদক আব্দুল্লাহ মিছবাহ,উপজেলা আল-ইসলাহর সাধারণ সম্পাদক মাওলানা আব্দুল মতিন গজনভী, দৈনিক শ্যামল সিলেট পত্রিকার সহকারী সম্পাদক রজত চক্রবর্তী,আজকের সিলেট অনলাইন নিউজ পোর্টালের সহকারী সম্পাদক মিজান মোহাম্মদ,বিশ্বনাথ মডেল প্রেসক্লাবের সভাপতি আখতার আহমদ সাহেদ,বিশ্বনাথ সাংবাদিক ইউনিয়নের আহবায়ক মশিউর রহমান,উপজেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক জমির আহমদ, ছাত্র বিষয়ক সম্পাদক সৈয়দ মোফাজ্জল আলী,ওসমানীনগর উপজেলা প্রেসক্লাবের কার্যনিবার্হী সদস্য জুবেল আহমদ সেকেল,মোঃ আনোয়ার হোসেন আনা।
মানববন্ধনে উপস্থিত ছিলেন, বিশ্বনাথ মডেল প্রেসক্লাবের সদস্য আফজাল আহমদ, বিশ্বনাথ সাংবাদিক ইউনিয়নের সদস্য আব্দুলাহ, ওসমানীনগর উপজেলা প্রেসক্লাবের সিনিয়র সহ-সভাপতি মোঃ কয়েছ মিয়া, সহ-সভাপতি মোঃ আবু হানিফা, যুগ্ম সাধারণ সম্পাদক জুবেল আহমেদ, কোষাধ্যক্ষ এমদাদুর রহমান খান,দপ্তর সম্পাদক জিতু আহমদ,প্রচার সম্পাদক মোঃ সাইদুর রহমান,সাহিত্য ও প্রকাশনা সম্পাদক আতাউর রহমান কাওছার, ক্রীড়া সম্পাদক শামসুজ্জামান ফরহাদ, পাঠাগার সম্পাদক রায়হান আহমদ, সাংস্কৃতিক সম্পাদক মোঃ নূরুল ইসলাম রাফি, কার্যনির্বাহী সদস্য আব্দুল মতিন,লিলুউর রহমান পংকি,আবুল কালাম আজাদ,উজ্জ্বল দাশ, অনলাইন নিউজ পোর্টাল ওসমানীনগর টাইমসের সম্পাদক সুয়েবুর রহমান সুয়েব, উপজেলা বিএনপির দপ্তর সম্পাদক ইমাদ উদ্দিন লিলু,বিএনপি নেতা সঞ্জিৎ ব্যানার্জী,কওছর মিয়া,ইউপি সদস্য আবুল কালাম, উপজেলা যুব মজলিসের সভাপতি মসকুর আহমদসহ বিভিন্ন সামাজিক, সাংস্কৃতিক, রাজনৈতিক সংগঠনের নেতৃবৃন্দরা।