মোঃ জাহান মিয়া, বিশ্বনাথ প্রতিনিধিঃ-
সিলেট-২ আসনে প্রার্থীতা ঘোষণা করে হুমায়ুন কবির
নিখোঁজ এম. ইলিয়াস আলীকে উদ্ধার করে
তাঁর ওই আসন তাঁকে ফিরিয়ে দেব।
বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)’র আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক ও দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের পররাষ্ট্র বিষয়ক উপদেষ্ট এবং আসন্ন নির্বাচনে সিলেট-২ আসনের সম্ভাব্য সংসদ সদস্য পদপ্রার্থী হুমায়ুন কবির বলেছেন, আমার নেতা তারেক রহমানের গ্রীণ সিগন্যাল পেয়েই একজন সেবক হিসেবে ওই আসনের উন্নয়ন করার জন্যই ছুটে এসেছি আপনাদের কাছে। এবার বিএনপির ক্ষমতায় গেলে, আর দলীয় মনোনয়ন পেয়ে আপনাদের ভোটে আমি নির্বাচিত হলে সরকার গঠনের ৫০ দিনের মধ্যেই ‘গুম কমিশন’ গঠন করে ইলিয়াস আলীকে উদ্ধারের কাজ শুরু করব। ২০০১ সালে সিলেট-২ আসনে এম. ইলিয়াস আলী এমপি নির্বাচিত হওয়ার পর ওই এলাকার ব্যাপক উন্নয়ন করেছে বিএনপি সরকার। আর তাই তাঁকে উদ্ধার করে তাঁর আসন আমি তাঁকেই ফিরিয়ে দেব। কারণ তারেক রহমান প্রধানমন্ত্রী হলে আমি এমনিতেই ওই এলাকার ব্যাপক উন্নয়ন করতে পারব।
তিনি শুক্রবার (৮ আগস্ট) বিকেলে সিলেটের বিশ্বনাথে ‘উপজেলা ও পৌরসভা’র সর্বস্থরের জনসাধারণের উদ্যোগে পৌর শহরের পুরাণ বাজার এলাকাস্থ ‘সুধী সমাবেশে’ প্রধান অতিথির বক্তব্যে তিনি একথা বলেন। তিনি আরোও বলেন, সিলেটের মানুষ কারও গোলামী করে না, এখানকার মানুষ নিজের অধিকার আদায়ে সব সময়ই স্বোচ্চার। আত্মবিশ্বাস না থাকলে রাজনীতিতে নেতৃত্ব দেয়া যায় না। তাই দলের নেতাকর্মীদেরকে ভয়ভীতি দেখিয়ে লাভ নেই। সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাও ভয়ভীতি দেখিয়ে থাকতে পারেনি, এক কাপড়ে দেশত্যাগ করতে বাধ্য হয়েছেন।
উপজেলা বিএনপির সহ- সভাপতি ও দৌলতপুর ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান আব্বাস আলীর সভাপতিত্বে এবং উপজেলা বিএনপির সাবেক সহ সভাপতি-অলংকারী ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান নাজমুল ইসলাম রুহেল, উপজেলা যুবদল নেতা রুমেল আলী ও আমির আলীর যৌথ পরিচালনায় অনুষ্ঠিত সুধী সমাবেশে বিশেষ অতিথির বক্তব্য রাখেন বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)’র সহ-সাংগঠনিক সম্পাদক মিফতাহ সিদ্দিকী, চেয়ারপার্সনের উপদেষ্টা এনামুল হক চৌধুরী, জেলা বিএনপির সহ সভাপতি আশিক উদ্দিন চৌধুরী, সাধারণ সম্পাদক অ্যাডভোকেট এমরান আহমদ চৌধুরী, যুগ্ম সম্পাদক সিদ্দিকুর রহমান পাপলু, বিশ্বনাথ উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান ও জেলা বিএনপির সাবেক সহ সভাপতি সোহেল আহমদ চৌধুরী, উপজেলার লামাকাজী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ও উপজেলা বিএনপির সাবেক সাংগঠনিক সম্পাদক জেলা বিএনপির কবির হোসেন ধলা মিয়া, উপজেলার দেওকলস ইউনিয়ন পরিষদের সাবেক ভারপ্রাপ্ত চেয়ারম্যান খায়রুল আমিন আজাদ।
বক্তব্য রাখেন বিএনপি নেতা সাজিদুর রহমান সুহেল, বিশ্বনাথ পুরাণ বাজার বণিক কল্যাণ সমিতির সাধারণ সম্পাদক জয়নাল আবেদীন মিয়া, বিশ্বনাথ পৌর যুবদলের যুগ্ম আহবায়ক দিলোয়ার হোসেন সজিব। সুধী সমাবেশের শুরুতে কোরআন থেকে তেলাওয়াত করেন, সাইদুল ইসলাম হাবিবি ও স্বাগত বক্তব্য রাখেন সিলেট জেলা ছাত্রদলের যুগ্ম সম্পাদক তাজুল ইসলাম সাজু। এসময় অনুষ্ঠানে বিএনপি ও অঙ্গ-সহযোগী সংগঠনের সাবেক-বর্তমান নেতাকর্মী উপস্থিত ছিলেন।