1. info@www.awazsylhet.com : - :
বৃহস্পতিবার, ১৫ জানুয়ারী ২০২৬, ১২:২৪ অপরাহ্ন
সর্বশেষ :
রাজশাহীতে গ্রেফতার ৩৪ জন আলু বিক্রি করে হিমাগারের ভাড়াই উঠছে না কৃষকের শান্তিগঞ্জে নিয়ন্ত্রণ হারিয়ে প্রাইভেট কার খালে বেনাপোল স্হল বন্দরে ভারত থেকে মিথ্যা ঘোষণায় আমদানি করা একটি মাছের চালান আটক। গোদাগাড়ীতে মিথ্যা সংবাদ প্রচার করে অর্থ আদায় শ্রেষ্ঠ শিক্ষা প্রতিষ্ঠানের গৌরব অর্জন করল জমির আহমদ বহুমূখী উচ্চ বিদ্যালয় পীরগঞ্জে বিয়ে বাড়ির সামনে মোটরসাইকেল নিয়ে সন্দেহজনক তৎপরতা, জনতার হাতে দুই যুবক আটক চট্টগ্রাম-সিলেটকে নিয়ে কোয়ালিফায়ারে রাজশাহী কক্সবাজারের মহেশখালী উপজেলার মাতারবাড়ি বিদ্যুৎ কেন্দ্রের আগুন আংশিক নিয়ন্ত্রণে সিলেটের তিন জেলায় বক্তব্য রাখবেন তারেক রহমান

কাঁদতে কাঁদতে স্বামীর পরকীয়ার প্রমাণ প্রকাশ করলেন অভিনেত্রী

আওয়াজ সিলেট
  • প্রকাশিত: সোমবার, ৪ আগস্ট, ২০২৫
  • ১৯৫ বার পড়া হয়েছে

পশ্চিমবঙ্গের ছোটপর্দার পরিচিত মুখ রিয়া গাঙ্গুলী বিয়ে করেন পরিচালক অরিন্দম চক্রবর্তীকে। প্রথমে সবকিছু ঠিক থাকলেও পরে তাদের সম্পর্কে নানা সমস্যা দেখা দিতে শুরু করে। আর সে কারণে একসময় রিয়া জানান তিনি অরিন্দমের থেকে বিচ্ছেদ চান। স্বামীর বিরুদ্ধে একাধিক নারী সঙ্গের অভিযোগ তোলেন রিয়া।

এরপর মানসিক চাপ সামলে নিজের মতো করে দুই সন্তানকে নিয়ে জীবনকে গুছিয়ে নিয়েছিলেন অভিনেত্রী। কিন্তু ফের কিছু দিন আগে অরিন্দম প্রসঙ্গে সামাজিক মাধ্যমে রিয়ার বিস্ফোরক মন্তব্য। তারপর লাইভে এসেও নানা অভিযোগ করেন অভিনেত্রী।

আর তার সেই লাইভের পরিপ্রেক্ষিতে রিয়ার স্বামী অরিন্দম চক্রবর্তীও একটি লাইভ করেন। সেখানে তিনি রিয়াকে চ্যালেঞ্জ করেন যে, যদি রিয়া প্রমাণ করতে পারেন তিনি অন্য নারীর সঙ্গে লিভ ইন করছেন, তাহলে তিনি চাকরি ছেড়ে দেবেন। তা ছাড়া রিয়ার বিরুদ্ধে একাধিক অভিযোগ করেন অরিন্দম।

সেসব নিয়েই এবার লাইভে এসে অনুরাগীদের সঙ্গে কথা বললেন রিয়া। অভিনেত্রী বললেন, এটা হয়তো আমার শেষবারের মতো লাইভে আসা। আমিও চেয়েছিলাম দুটো পরিবার একসঙ্গে আলোচনায় বসে শান্ত ভাবে, ঠান্ডা মাথায় এটা মিটে যাক। আজ থেকে ১২ বছর আগে পথচলা শুরু। তখন আমাদের মধ্যে যে সম্মান, ভালোবাসা ছিল, সেটি আজ আর নেই।

এদিকে রিয়া তার স্বামীর বর্তমান প্রেমিকার বিরুদ্ধেও নানা তথ্যপ্রমাণ তুলে ধরেন ওই লাইভের মাধ্যমেই। তাকে বারবার লাইভে কাঁদতে দেখা যায়। আবেগপ্রবণ হয়ে পড়েন এসব বলতে বলতে অভিনেত্রী।

রিয়া বলেন, ‘সে লাইভে এসে বলেছে পরকীয়া যে কেউ করতে পারে। কিন্তু সেটা যেন অন্যের মানসিক স্বাস্থ্যের ক্ষতির কারণ না হয়। এর প্রভাব তো আমার শিশুদের ওপরও পড়ছে।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

শনি রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র
১০১১১২১৩১৪
১৫১৬১৭১৮১৯২০২১
২২২৩২৪২৫২৬২৭২৮
২৯৩০৩১  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
ওয়েবসাইট ডিজাইন: ইন্টেল ওয়েব