নিজস্ব প্রতিনিধি: হাঙ্গেরির স্টুডেন্ট ভিসার প্রলোভন দেখিয়ে বহু শিক্ষার্থীর কাছ থেকে লক্ষাধিক টাকা আত্মসাতের অভিযোগ উঠেছে ‘Unibees Travels’ নামক একটি তথাকথিত শিক্ষাবিষয়ক এজেন্সির বিরুদ্ধে। এই প্রতারণার মূলহোতা আজারুল ইসলাম বর্তমানে যুক্তরাষ্ট্রে পালিয়ে রয়েছেন বলে একাধিক ভুক্তভোগী অভিযোগ করেছেন।
অভিযুক্ত আজারুল ইসলামের গ্রামের বাড়ি চাইরগাঁও, নরসিংপুর, তবে তিনি দীর্ঘদিন সিলেট নগরীর West World Shopping City, 5th Floor (Level-4), Jallarpar Rd, Zindabazar ঠিকানায় অফিস চালিয়ে আসছিলেন।
শিক্ষার্থীদের অভিযোগ, আজারুল ইসলাম প্রথমে ফাইল ওপেনিং ফি’র নাম করে ১০,০০০ টাকা নেন। এরপর একের পর এক নথি তৈরির অজুহাতে আরও টাকা দাবি করেন। একপর্যায়ে, ইউনিভার্সিটির টিউশন ফি’র কথা বলে ১,০৫০ ইউরো হাতিয়ে নেন, অথচ শিক্ষার্থীকে না জানিয়ে ওই অর্থ আত্মসাৎ করেন।
পরবর্তীতে টাকা ফেরত চাইলে তিনি বিষয়টি অস্বীকার করতে শুরু করেন এবং শিক্ষার্থীদের নানা ভয়ভীতি দেখাতে থাকেন। একই কৌশলে একাধিক শিক্ষার্থীর কাছ থেকে লাখ লাখ টাকা হাতিয়ে নিয়েছেন বলেও অভিযোগ রয়েছে।
এক ভুক্তভোগী বলেন,
“আজারুল ভাই প্রথমে খুব বিশ্বাস গড়ে তোলেন। পরে যখন টাকা দিয়ে ফেলি, তখন এক সময় দেখি যে আমি একা না, আরও অনেকেই প্রতারিত।”
বর্তমানে অভিযুক্ত আজারুল ইসলাম আমেরিকায় অবস্থান করছেন বলে জানা গেছে এবং দেশে তার সঙ্গে সরাসরি যোগাযোগ বন্ধ।
এই ঘটনার শিকার হয়েছেন আরও অনেক শিক্ষার্থী, যারা এখন ভিসা ও অর্থ দুটো হারিয়ে মানসিকভাবে ভেঙে পড়েছেন।
ভুক্তভোগীরা এ বিষয়ে বাংলাদেশ পুলিশের সাইবার ইউনিট, প্রতারনা বিরোধী ইউনিট এবং বিদেশি দূতাবাসগুলোতে অভিযোগ জানানো প্রস্তুতি নিচ্ছেন।