ফেঞ্চুগঞ্জে নানাবাড়ি থেকে যাওয়ার পথে মর্মান্তিক দুর্ঘটনার শিকার হয়ে সংকটাপন্ন অবস্থায় থাকা মোটরসাইকেল চালক সুফিয়ান আহমেদ সাইফ (১৮) কিচ্ছুক্ষণ আগে মারা গেছেন।
তিনি হাজিগঞ্জের ধরমপুর গ্রামের সেলিম আহমেদের একমাত্র পুত্র।
শনিবার বিকাল ৫টার দিকে সাইফ, তার মা ও বোন বাড়ি ফিরার সময় সাইফ মোটরসাইকেল চালিয়ে যাচ্ছিলো। তার মা ও বোন পেছনে সিএনজি অটোরিকশায় যাচ্ছিলেন। ফেঞ্চুগঞ্জ উত্তর কুশিয়ারা ইউনিয়নের উত্তর কুশিয়ারা মাধ্যমিক উচ্চ বিদ্যালয়ের সামনে যাওয়া মাত্র সিলেট থেকে আসা প্রাইভেট কারের সাথে সংঘর্ষ ঘটে।
এতে মোটরসাইকেল থেকে ছিটকে ঝোপের পাশে পড়ে যায় সাইফ।
তার হাত ভাঙ্গে, চোখে আঘাত পায় ও মোটরসাইকেলের বাম্পার ভেঙ্গে পেটে ঢুকে যায়! স্থানীয়রা মৃত ভেবে সাহায্য করতে আসেনি।
অনেকক্ষন পরে এক পথচারী সাহস করে এগিয়ে যান ও সাইফকে উদ্ধার করে চিকিৎসার জন্য সিলেটে পাঠান।
সাইফ এবার এইচএসসি পরীক্ষা দিচ্ছিলো। এখন তার জীবন সংকটাপন্ন। সে আইসিইউতে আছে। কারের তেমন ক্ষয়-ক্ষতির খবর পাওয়া যায়নি।