আবারো কানাডায় গানের প্রোগ্রাম করতে গিয়ে সমালোচনা টিকটক থেকে উঠে আশা অটো টিউন শিল্পী তসিবা বেগম.. অন্যান্য দের মতো কমেন্ট রিপ্লাই ও গানের ভিডিও করে হুট করে টিকটকে ভাইরাল হন সিলেটের এই তসিবা। হঠাৎ জনপ্রিয় হয়ে উঠেন রাতারাতি, সিলেটের কিছু শিল্পী ও মিউজিসিয়ান দের সাহায্যে হয়ে জান টিকটক থেকে প্রফেশনাল মঞ্চের শিল্পী। প্রথমে ঠিক মতো গানের মিউজিক এর সাথে গান-ই গাইতে পারতেন না গানের লিরিক একদিকে মিউজিক একদিকে আর গান করতেন অন্যদিকে তার পরেও টিকটক থেকে আসায় জনপ্রিয়তা কমে নি। শুরু করেন মিউজিক ভিডিও বেশ কিছু মিউজিক ভিডিও তে কাজ করেন তার সাথে দেশের বাহিরেও প্রোগ্রাম করা শুরু করেম তসিবা বেগম। শুনা গেছে টিকটকে ভাইরাল হওয়ার আগে সিলেটের একটা রেস্টুরেন্ট কাজ করতেন তসিবা বেগম। তবে সময় যত যাচ্ছে দিন দিন তার কাপড় ছোট হচ্ছে তাই সিলেটের সাধারণ মানুষ মনে করছেন তিনি হযরত শাহজালাল ও শাহ পরানের পূর্ণবভূমি ঐতিহ্যবাহী সিলেট এর সোনাম নষ্ট করছেন, শুধু এই কানাডার প্রোগ্রাম এ নয় এর আগেও বেশ কয়েকবার এমন কাপড়ে ভাইরাল হন তসিবা।। তার পর শুরু হয় হারপিক কান্ড।
তাই সিলেটের সাধারণ মানুষ এর সাথে আওয়াজ সিলেট এর সিলেট জেলা প্রতিনিধি কথা বললে তারা জানান তাকে এমন অবস্থায় আর জেনো না দেখা যায় তিনি স্বনামধন্য সিলেটের সম্মান নষ্ট করছেন, সিলেটে আরো অনেক মহিলা শিল্পীরা আছেন যারা মার্জিতভাবে গানের প্রোগ্রাম করে থাকেন, সিলেটের অনেক মহিলা শিল্পীরা আছেন যারা দেশে-বিদেশে গানের প্রোগ্রাম করছেন কিন্তু তারা এমন পোশাক পরে স্টেজে উঠেন না
তাই সিলেটের মানুষ তাকে সাবধান হতে বলেন। সিলেটের সুনাম দুর্নাম হবে এমন কোন কাজ করলে সিলেটের মানুষ আর নীরব থাকবে না।