ফেঞ্চুগঞ্জ (সিলেট), ২৬ জুন ২০২৫ – ফেঞ্চুগঞ্জ উপজেলায় আওয়ামী লীগের প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে আয়োজিত বিশেষ অভিযানে দলটির দুই নেতা ও এক সাংবাদিককে গ্রেফতার করেছে ফেঞ্চুগঞ্জ থানা পুলিশ। বৃহস্পতিবার (২৬ জুন) এই অভিযান পরিচালনা করা হয়।
গ্রেফতারকৃতরা হলেন: ফেঞ্চুগঞ্জ উপজেলা আওয়ামী লীগের সহ-প্রচার সম্পাদক ও সিলেট জেলা ছাত্রলীগের সাবেক পাঠাগার সম্পাদক কামরানুল ইসলাম কামরান, ফেঞ্চুগঞ্জ উপজেলা স্বেচ্ছাসেবক লীগের সাংগঠনিক সম্পাদক দানিয়ল আহমদ, ফেঞ্চুগঞ্জের একজন স্থানীয় সাংবাদিক হাবিলুর রহমান জুয়েল।
ফেঞ্চুগঞ্জ থানার অফিসার ইনচার্জ (ওসি) মনিরুজ্জামান খান জানান, সরকারি নির্দেশনার আলোকে আওয়ামী লীগের রাজনৈতিক কার্যক্রম নিয়ন্ত্রণে রাখতে জিরো টলারেন্স নীতি অনুসরণ করছে পুলিশ। এরই অংশ হিসেবে গ্রেফতার অভিযান চালানো হয়েছে।
তিনি আরও বলেন, “সরকারি উচ্চপর্যায়ের দিকনির্দেশনা অনুযায়ী আমরা ফেঞ্চুগঞ্জে কোনো ধরনের অনুমতিবিহীন রাজনৈতিক কার্যক্রম পরিচালনা করতে দিচ্ছি না। আইনশৃঙ্খলা রক্ষায় এটি আমাদের নিয়মিত অভিযানের অংশ।”
স্থানীয় আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীদের মাঝে এই গ্রেফতারের ঘটনায় চরম অসন্তোষ বিরাজ করছে। এ বিষয়ে তারা খুব শিগগিরই প্রতিবাদ কর্মসূচি ঘোষণা করতে পারেন বলে জানা গেছে।
এদিকে, সাংবাদিক হাবিলুর রহমান জুয়েলের গ্রেফতার নিয়ে সাংবাদিক মহলে উদ্বেগ সৃষ্টি হয়েছে। তাঁরা দাবি করছেন, একজন সাংবাদিককে এভাবে গ্রেফতার করা মত প্রকাশের স্বাধীনতার ওপর আঘাত।