হাসিনুজ্জামান মিন্টু, স্টাফ রিপোর্টারঃ-
পীরগঞ্জ প্রান্তিক জনগোষ্ঠীর জীবনমান উন্নয়নে সমাজসেবা অধিদপ্তরের গৃহীত প্রকল্প বিষয়ে অবহিতকরণ সভা অনুষ্ঠিত হয়েছে ঠাকুরগাঁওয়ের পীরগঞ্জে। বৃহস্পতিবার সকালে উপজেলা সমাজসেবা কার্যালয়ের আয়োজনে উপজেলা পরিষদ অডিটোরিয়ামে এ সভা অনুষ্ঠিত হয়।
সভায় বক্তব্য দেন উপজেলা সমাজসেবা কর্মকর্তা এস. এম. রফিকুল ইসলাম, পীরগঞ্জ প্রেসক্লাবের সভাপতি জয়নাল আবেদিন বাবুল, ইউপি চেয়ারম্যান সাইদুর রহমান, জয়নাল আবেদিন এবং নরসুন্দর সমিতির নেতা প্রফুল্ল চন্দ্র শীল প্রমুখ।
সভায় ইউনিয়ন পরিষদের চেয়ারম্যানবৃন্দ, প্রান্তিক পর্যায়ের বিভিন্ন পেশাজীবী সংগঠনের নেতৃবৃন্দ, সাংবাদিক ও সুশীল সমাজের প্রতিনিধিরা উপস্থিত ছিলেন।
সভায় কামার, কুমার, নরসুন্দর, শিল্পী, বাদ্যযন্ত্র মেরামতকারী, জুতা সেলাই কাজে নিয়োজিত ব্যক্তিবর্গসহ সমাজের পিছিয়ে পড়া জনগোষ্ঠীর জীবনমান উন্নয়নে প্রশিক্ষণ ও সহায়তা বিষয়ক পরিকল্পনার ওপর আলোকপাত করা হয়।