সিলেটের ফেঞ্চুগঞ্জ কুশিয়ারা নদীর গভীরে আটকে থাকা জাল উদ্ধার করতে গিয়ে সজমিল মিয়া(৩০) নামে এক জেলে নদীতে নিখোঁজ হয়েছেন। রোববার (২২ জুন) দুপুর ২টায় ফেঞ্চুগঞ্জ উপজেলার উজান গঙ্গাপুর এলাকার কুশিয়ারা নদীতে এ ঘটনা ঘটে।
তিনি ফেঞ্চুগঞ্জ উপজেলার পিঠাইটিকর গ্রামের মৃত পেচন আলীর ছেলে। স্থানীয় ইউপি সদস্য আশাকুর রহমান বলেন, সজমিলের কোনো সন্ধান মেলেনি।
জানা যায়, সজমিল মিয়া একজন মৎস্যজীবী। তিনি মাছ ধরে জীবিকা নির্বাহ করেন। গত দুই সপ্তাহ আগে উজান গঙ্গাপুর এলাকায় কুশিয়ারা নদীর গভীরে জাল আটকে যায়। রোববার দুপুরে সেই জাল উদ্ধার করতে ইঞ্জিন নৌকা নিয়ে যান সজমিল। জাল উদ্ধার করতে নদীতে ডুব দেন সজমিল। এরপর আর ভেসে উঠেন নি, নিখোঁজ রয়েছেন তিনি।
সিলেট ফায়ার সার্ভিসের ডুবুরি দলের ইনচার্জ ফজল মিয়া বলেন, কুশিয়ারা নদীতে ওই জেলে নিখোঁজ হওয়ার ঘটনার খবর পেয়ে আমরা উদ্ধার তৎপরতা চালায়। সন্ধ্যা সাড়ে ৭টা পর্যন্ত আমরা উদ্ধার তৎপরতা চালিয়ে ব্যর্থ হয়ে আজকের মতো কার্যক্রম স্থগিত করি। আগামীকাল আবারও আমরা উদ্ধার তৎপরতা চালাবো।
এদিকে এ ঘটনা নিখোঁজ জেলের পরিবারের সদস্যরা পরে জানতে পেরে দুর্ঘটনাস্থলে গিয়ে তারা কান্নায় ভেঙে পড়েন। সজমিলের পরিবারের আহাজারিতে এলাকার আকাশ বাতাস ভারী হয়ে উঠেছে।