হাসিনুজ্জামান মিন্টু, ঠাকুরগাঁও প্রতিনিধিঃ-
ঠাকুরগাঁও পীরগঞ্জে বিভিন্ন মেডিকেল কলেজ, প্রকৌশল বিশ্ববিদ্যালয় এবং পাবলিক বিশ্ববিদ্যালয়ে ভর্তি পরীক্ষায় সফল হয়ে উচ্চশিক্ষার দ্বারপ্রান্তে পৌঁছানো পীরগঞ্জ সরকারি কলেজের ১০০ জন শিক্ষার্থীকে সংবর্ধনা জানানো হয়েছে।
বৃহস্পতিবার (১২ জুন) সকালে কলেজের হলরুমে এ সংবর্ধনা অনুষ্ঠান আয়োজন করে পীরগঞ্জ সরকারি কলেজ কর্তৃপক্ষ। কলেজের অধ্যক্ষ প্রফেসর বদরুল হুদার সভাপতিত্বে এবং সহযোগী অধ্যাপক একরামুল হকের সঞ্চালনায় অনুষ্ঠিত এ অনুষ্ঠানে রাজনৈতিক, শিক্ষাবিদ ও সাংবাদিক উপস্থিত ছিলেন।
অনুষ্ঠানে বক্তব্য দেন ঠাকুরগাঁও-৩ আসনের সাবেক সংসদ সদস্য জাহিদুর রহমান, কলেজের সাবেক অধ্যক্ষ প্রফেসর আব্দুর রহমান, প্রফেসর হাম্মাদুল বারী, প্রফেসর আব্দুল মতিন, প্রফেসর আব্দুস সোবহান, অবসরপ্রাপ্ত ভাইস প্রিন্সিপাল মসলিমউদ্দীন ও অবসরপ্রাপ্ত শিক্ষক মোবারক আলী।
এছাড়া বক্তব্য দেন উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক জিয়াউল ইসলাম জিয়া, যুগ্ম সাধারণ সম্পাদক জিল্লুর রহমান জুয়েল, পীরগঞ্জ প্রেসক্লাবের সভাপতি জয়নাল আবেদিন বাবুল, কলেজ ছাত্র সংসদের সাবেক ভিপি আসাদুজ্জামান চৌধুরী মানু এবং সাংবাদিক মোকাদ্দেস হায়াত মিলন।
বক্তারা তাঁদের বক্তব্যে শিক্ষার্থীদের সাফল্যের ভূয়সী প্রশংসা করেন এবং ভবিষ্যতে দেশ ও সমাজের কল্যাণে কাজ করার জন্য শিক্ষার্থীদের প্রতি আহ্বান জানান।
অনুষ্ঠানে কলেজের অন্যান্য শিক্ষক, শিক্ষার্থী ও অভিভাবকেরাও উপস্থিত ছিলেন। শেষে কৃতি শিক্ষার্থীদের হাতে সম্মাননা ক্রেস্ট ও উপহার তুলে দেওয়া হয়।