হাসিনুজ্জামান মিন্টু, ঠাকুরগাঁওয়ে প্রতিনিধিঃ-
ঠাকুরগাঁওয়ের পীরগঞ্জে সীমান্ত দিয়ে ভারত থেকে নারী, শিশু সহ ৭ জনকে বাংলাদেশে পুশ ইন করেছে ভারতীয় সীমান্ত রক্ষী বাহিনী (বিএসএফ)। মঙ্গলবার (১০ জুন) ভোর রাতে উপজেলার জাবরহাট ইউনিয়নের চান্দুরিয়া সীমান্তের ৩৩৮ এর ৫ এস পিলার এলাকা দিয়ে তাদের বাংলাদেশের অভ্যন্তরে ঢুকিয়ে দেয় বিএসএফ। এ সময় বিজিবি তাদের আটক করে। বিকালে তাদের থানা পুলিশের কাছে হস্তান্তর করেছে বিজিবি।
আটককৃতরা হলেন, কুড়িগ্রাম জেলার ফুলবাড়ি থানার সুজনেখুটি গ্রামের মুত মুনিরউদ্দীনের ছেলে মোহাম্মদ আলী(৫৫), মোহাম্মদ আলীর মেয়ে মৌসুমী(৩০), মোহামাদ আলীর ছেলে নুরনবী (১৪), মৃত নৃরুলের মেয়ে নুর নাহার(৪৫), হাসনাবাদ গ্রামের আবেদ আলীর ছেলে সফিকুল ইসলাম(৩০) সফিকুল ইসলামের মেয়ে সাহিদা(৭) ও সফিকুলের ছেলে মনিরুল(৫)।
চান্দেরহাট বিজিবি ক্যাম্পের কোম্পানি কমান্ডার রফিকুল ইসলাম সকাল সাড়ে ১১টায় মোবাইল ফোনে জানান, বিএসএফ সদস্যরা রাতের আধারে দুইটি পরিবারের ২ নারী, ৩ শিশু ও ২ পুরুষকে বাংলাদেশে পুশ ইন করে। এ সময় বিজিবি তাদের আটক করে।
বিকালে তাদের পীরগঞ্জ থানা পুলিশের নিকট হস্তান্তর করা হয়েছে।
পীরগঞ্জ থানার ওসি তাজুল ইসলাম জানান, আটককৃতদের নাম ঠিকানা যাচাই করে তাদের পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে।