1. info@www.awazsylhet.com : - :
রবিবার, ০৭ সেপ্টেম্বর ২০২৫, ০১:০৭ অপরাহ্ন
সর্বশেষ :
কিংবদন্তি অভিনেতা সালমান শাহ এর মৃত্যুবার্ষিকী আজ আওয়াজ সিলেট জকিগঞ্জে পুলিশের অভিযানে ৪ হাজার পিস ইয়াবাসহ মাদক ব্যবসায়ী গ্রেপ্তার সিলেটে স্কুল শিক্ষিকার ঝুলন্ত লাশ উদ্ধার ঠাকুরগাঁও ওসি-এসআইয়ের ৬ লাখ টাকা আত্মসাতের অভিযোগ। বিএনপি ৩১ দফা বাস্তবায়নের লক্ষ্যে লিফলেট বিতরণ ও গণসংযোগ রাজবাড়ীতে কবর থেকে লাশ তুলে পোড়াল তৌহিদি জনতা মাদ্রাসাছাত্রকে মারধরের অভিযোগে অধ্যক্ষ গ্রেপ্তার কলকলিয়া ইউনিয়নের জগদীশপুরে সৈয়দ তালহা আলম এর সমর্থনে উঠান বৈঠক অনুষ্ঠিত চট্টগ্রামে গুণীজন সংবর্ধনায়: বাংলাদেশ ডুবে যাচ্ছে নৈতিক শিক্ষার অভাবে নামাজের সময়সূচি: ০৫ সেপ্টেম্বর, ২০২৫

হাসানের বোলিং তোপে বাংলাদেশের হার

উৎসবের আলো
  • প্রকাশিত: বৃহস্পতিবার, ২৯ মে, ২০২৫
  • ৪৯ বার পড়া হয়েছে

হার দিয়ে পাকিস্তান সফর শুরু হলো বাংলাদেশ। বুধবার (২৮ মে) স্বাগতিকদের বিপক্ষে তিন ম্যাচ সিরিজের প্রথম টি-টোয়েন্টিতে ৩৭ রানে হেরেছে লিটন দাসের দল। ৩০ রানে ৫ উইকেট শিকার বাংলাদেশের ব্যাটিং লাইনআপের মেরুদণ্ড ভেঙে দেন পাকিস্তানি পেসার হাসান আলী।

লাহোরের গাদ্দাফি স্টেডিয়ামে টস জিতে ব্যাটিংয়ের সিদ্ধান্ত নেন পাকিস্তান অধিনায়ক আগা সালমান। তবে দলটির দুই ওপেনার ফখর জামান (১) এবং সাইম আইয়ুবকে (০) মাত্র ৫ রানের মধ্যেই ফিরিয়ে স্বাগতিকদের ব্যাকফুটে ঠেলে দেয় বাংলাদেশ। তবে চারে নামা অধিনায়ক সালমানের ব্যাটেই ঘুরে দাঁড়িয়েছে পাকিস্তান। হাসান মাহমুদের বলে তানজিদের হাতে ক্যাচ দিয়ে ফেরার আগে তার ব্যাটে এসেছে ৩৪ বলে ৮ চার ও এক ছক্কায় দলীয় সর্বোচ্চ ৫৬ রান।

ফিফটি না পেলেও চল্লিশোর্ধ্ব দুটি ইনিংস এসেছে শাদাব খান (৪৮) এবং হাসান নওয়াজের (৪৪) ব্যাটে। তাদের অবদানেই শেষ পর্যন্ত ২০ ওভারে ৭ উইকেটে ২০১ রান স্কোরবোর্ডে জমা করে পাকিস্তান। বাংলাদেশের পক্ষে সর্বোচ্চ ২ উইকেট শিকার করেন পেসার শরিফুল ইসলাম।

২০২ রানের লক্ষ্যে ব্যাট করতে নামা বাংলাদেশ শুরুতেই ওপেনার পারভেজ হোসেন ইমনকে (৪) হারায়। তবে অন্য ওপেনার তানজিদ এবং অধিনায়ক লিটনের ব্যাট শুরুর দিকে আস্থা জুগিয়েছে। ২ চারের সঙ্গে ৩ ছক্কায় ১৭ বলেই ৩১ রানে পৌঁছে যান তানজিদ। লিটনও পিছিয়ে ছিলেন না, ৩০ বলে ১ চার এবং ৩ ছক্কায় তার ব্যাটে আসে ৪৮ রান। তবে হাসান আলীর বলে তানজিদের স্টাম্প উড়ে গেলে আবার বিপদ দেখে বাংলাদেশ।

যদিও ৩৭ রানে দুই উইকেট হারানো দলকে ১০০ রান পর্যন্ত নিয়ে গিয়েছিল লিটন এবং জাকের আলীর জুটি। তবে দলীয় ১০০ রানে লিটন শাদাব খানের বলে ফখরের হাতে ক্যাচ দিলে আবার ব্যাকফুটে চলে যায় বাংলাদেশ।

লিটন ফেরার পর জাকের একাই লড়াইয়ের চেষ্টা চালান। তবে তার ৩৬ রানের ইনিংসে শেষ পর্যন্ত হারের ব্যবধান-ই যা একটু কমেছে। ৬৪ রানে শেষ ৮ উইকেট হারিয়েছে সফরকারীরা। এর মধ্যে শেষ ছয় ব্যাটার তো দুই অঙ্কও ছুঁতে পারেননি। তাদের ব্যর্থতায় শেষ পর্যন্ত ১৯.২ ওভারে ১৬৪ রানে অলআউট হয়ে যায় বাংলাদেশ।

আগামী ৩০ মে একই মাঠে তিন ম্যাচ সিরিজের দ্বিতীয় টি-টোয়েন্টিতে মুখোমুখি হবে দুই দল।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

শনি রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র
 
১০১১১২১৩১৪১৫১৬
১৭১৮১৯২০২১২২২৩
২৪২৫২৬২৭২৮২৯৩০
৩১  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
ওয়েবসাইট ডিজাইন: ইন্টেল ওয়েব