ঠাকুরগাঁওয়ে প্রতিনিধিঃ হাসিনুজ্জামান মিন্টুঃ
ঠাকুরগাঁও সদরে ছেলের চাকরির জন্য টাকা দিয়ে সর্বস্বান্ত মো. জামিরুল ইসলাম (৪৫) নামে এক ব্যক্তির আত্মহত্যার খবর পাওয়া গেছে। মঙ্গলবার সকালে উপজেলার ২ নম্বর আখানগর ইউনিয়নের মধ্য ঝাড়গাঁও গ্রামে এ ঘটনা ঘটে। নিহত জামিরুল ইসলাম ওই গ্রামের মৃত তশির উদ্দিনের ছেলে।
স্থানীয় সূত্রে জানা যায়, জামিরুল ইসলাম তার ছেলের চাকরির জন্য এলাকার এক ব্যক্তির কাছে দশ লাখ টাকা দিয়েছিলেন।
তবে ওই ব্যক্তি চাকরি দিতেও ব্যর্থ হন এবং জামিরুলের দেওয়া টাকাও ফেরত দিতে পারেননি। এই ঘটনার কিছুদিন পর ওই ব্যক্তি গ্যাস ট্যাবলেট খেয়ে আত্মহত্যা করেন।
এদিকে, ছেলের চাকরির জন্য বিপুল পরিমাণ টাকা খোয়া যাওয়ায় জামিরুল মানসিকভাবে ভেঙে পড়েন। চাকরি না হওয়ায় এবং টাকা ফেরত না আসায় জামিরুলকে তার পরিবারের সদস্যদের কাছে নানা তুচ্ছতাচ্ছিল্য ও লাঞ্ছনা সহ্য করতে হতো।
এই মানসিক চাপ সহ্য করতে না পেরেই তিনি শেষ পর্যন্ত আত্মহত্যার পথ বেছে নেন বলে ধারণা করা হচ্ছে। মঙ্গলবার সকালে স্থানীয়রা ক্ষেতের মাঝে কদমগাছে জামিরুলের ঝুলন্ত মরদেহ দেখতে পান।
এ বিষয়ে রুহিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এ কে এম নাজমুল কাদের বলেন, পুলিশ ঘটনার খবর পেয়ে ঘটনাস্থলে গিয়ে সুরতহাল প্রতিবেদন তৈরি করেছে এবং পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলছে।