1. info@www.awazsylhet.com : - :
বুধবার, ০৭ মে ২০২৫, ১১:০১ পূর্বাহ্ন
সর্বশেষ :
ঠাকুরগাঁওয়ে একজনের কদমগাছে আত্মহত্যা। ঠাকুরগাঁও-২ আসনের আওয়ামীলীগের এমপি ফের কারাগারে প্রেরণ শার্শার বাগআঁচড়া থেকে ১০ পিস স্বর্ণের বারসহ এক পাচারকারী আটক। হরিপুরে লক্ষাধিক মানুষের ভূমি সেবা কার্যক্রম ব্যাহত হচ্ছে ঠাকুরগাঁওয়ে রানীশংকৈলে বিদ্যুৎস্পৃষ্ট এক মাদ্রাসা শিক্ষকে মৃত্যু। শার্শা সিমান্তে ১টি দেশী পিস্তল ৭ রাউন্ড গুলি উদ্ধার করেছে বিজিবি। ঠাকুরগাঁওয়ে রাণীশংকৈলে ভিন্ন আয়োজনে ১মে দিবস উপলক্ষে বর্ণাঢ্য র‌্যালি ও আলোচনা সভা ক্যান্সার আক্রান্ত অসহায় রোগীর পাশে ইউএনও তাইফুর রহমান কারিগরি শিক্ষকদের সক্ষমতা বৃদ্ধি ও শিক্ষার গুনগত মানোন্নয়নে শিক্ষকদের ভূমিকা ” শীর্ষক আলোচনা সভা অনুষ্ঠিত যশোর-বেনাপোল মহাসড়কের মৃত ও ঝুঁকিপূর্ণ গাছ কাটার সিদ্ধান্ত

যশোর-বেনাপোল মহাসড়কের মৃত ও ঝুঁকিপূর্ণ গাছ কাটার সিদ্ধান্ত

উৎসবের আলো
  • প্রকাশিত: বৃহস্পতিবার, ১ মে, ২০২৫
  • ১১ বার পড়া হয়েছে

আঃজলিল,স্টাফ রিপোর্টার:-

ঝিকরগাছা যশোরের নাভারন হাইওয়ে থানার অফিসার ইনচার্জ (ওসি) রোকনুজ্জামান রোকন ও যশোর নাগরিক অধিকারের দেয়া পৃথক দুটি আবেদনের প্রেক্ষিতে যশোর-বেনাপোল মহাসড়কের মৃত ও ঝুঁকিপূর্ণ গাছ কর্তনের সিদ্ধান্ত গ্রহণ করেছেন যশোরের জেলা পরিষদের প্রধান নির্বাহী কর্মকর্তা মোঃ আছাদুজ্জামান।

তথ্য অনুসন্ধানে জানা যায়, যশোর-বেনাপোল জাতীয় মহাসড়কে বিভিন্ন স্থানে বিদ্যমান মরাগাছ ও ঝুঁকিপূর্ন ডালপালা কর্তনের বিষয়ে নাভারণ হাইওয়ে থানা-২২০/২৪নং স্মারকের শুক্রবার (২৫ এপ্রিল) প্রশাসক, জেলা পরিষদ, যশোর, বরাবর লিখিত আবেদন করেন অফিসার ইনচার্জ (ওসি) রোকনুজ্জামান রোকন।

আবেদনে তিনি আরও বলেন, যশোর বেনাপোল একটি গুরুত্তপূর্ণ জাতীয় মহাসড়ক। উল্লেখিত মহাসড়কের উভয় পাশে বিভিন্ন স্থানে বেশকিছু শতবর্ষী মরাগাছ ও ঝুঁকিপূর্ণ ডাল-পালা রয়েছে। প্রায় সময় শতবর্ষী গাছের ডালপালা ভেঙ্গে পথচারী ও যানবহনের ক্ষতি হচ্ছে।

চলতি বর্ষা মৌসুমে ঝড় ও বৃষ্টিপাতের ফলে যে কোন সময় মরাগাছ ও ঝুঁকিপূর্ণ ডালপালা ভেঙ্গে পড়ে যে কোন ধরনের অনাকাঙ্খিত দুর্ঘটনা ও যান-মালের ব্যাপক ক্ষতি হওয়ার সম্ভাবনা রয়েছে। যার জন্য উক্ত মরাগাছ ও ঝুঁকিপূর্ণ গাছের ডাল-পালা জরুরী ভিক্তিতে অপসারণ/কর্তন করার প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহন করতে বিশেষ ভাবে অনুরোধ করেন।

জেলা পরিষদ, যশোর বিষয়টি আমলে নিয়ে সোমবার যশোর এর আহবায়ক মাষ্টার নূর জালাল ও সমন্বয়ক শেখ মাসুদুজ্জামানের আবেদনের পরিপ্রেক্ষিতে যশোরের জেলা পরিষদের প্রধান নির্বাহী কর্মকর্তা আছাদুজ্জামান সংশ্লিষ্ট উপজেলা নির্বাহী কর্মকর্তাগণকে উক্ত মরাগাছ ও গাছের ঝুঁকিপূর্ণ ডালপালা কর্তন, অপসারণ করে জেলা পরিষদের ডাকবাংলো চত্ত্বরে সংরক্ষণ করার প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের জন্য অনুরোধ জানিয়েছেন।

এ বিষয়ে নাভারন হাইওয়ে থানার অফিসার ইনচার্জ (ওসি) রোকনুজ্জামান রোকন বলেন, আমার আবেদনের উপর যশোর-বেনাপোল মহাসড়কের মৃত ও ঝুঁকিপূর্ণ গাছ কর্তনের সিদ্ধান্ত গ্রহণ করায় যথাযথ কর্তৃপক্ষকে আমি ধন্যবাদ জানাচ্ছি।

চলতি বর্ষা মৌসুমে ঝড় ও বৃষ্টিপাতের ফলে যে কোন সময় উক্ত মরাগাছ ও ঝুঁকিপূর্ণ ডালপালা ভেঙ্গে পড়ে যে কোন ধরনের অনাকাঙ্খিত দুর্ঘটনা ও যান-মালের ব্যাপক ক্ষতি হওয়ার সম্ভাবনা থেকে এ অঞ্চলের মানুষ রক্ষা পাবে জানতে পরে আমার খুবই আনন্দ হচ্ছে।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

শনি রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র
 
১০১১১২১৩১৪১৫১৬
১৭১৮১৯২০২১২২২৩
২৪২৫২৬২৭২৮২৯৩০
৩১  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
ওয়েবসাইট ডিজাইন: ইন্টেল ওয়েব