গতকাল ১৮ এপ্রিল ২০২৫ (রবিবার) দুপুর ২:০০ ঘটিকার দিকে সিলেট নগরীর টিলাগড় পয়েন্টে রাজমহল মিষ্টান্ন দোকানের সামনে এক অতর্কিত হামলায় শিকার হয়ে আহত হন ছাত্রলীগ কর্মী এ এম নাহিয়ান সাদিক। সে ফেঞ্চুগঞ্জ উপজেলা ছাত্রলীগের সাবেক সাধারণ সম্পাদক এ এম ফারহান সাদিকের আপন ছোট ভাই।
সূত্রে জানা যায়, আত্নগোপনে থাকা নাহিয়ান সাদিক গতকাল দুপুরে নগরীর টিলাগড়ে আসেন, টিলাগড় পয়েন্টে রাজমহল মিষ্টান্ন দোকানের সামনে এসে রিকশা থেকে নামা মাত্রই ৫/৬ জন মাস্ক পরিহিত যুবক তাকে ঘিরে ধরে এবং এলোপাতাড়ি কিল ঘুষি এবং লাত্থি মারতে থাকে৷ এসময় তাদের একজন বলে যে “তোর ভাই ফারহান দেশে থাকলে তাকে মারতাম, সে লন্ডনে তাই তোকে মারছি; তোর ভাই ফারহানকে বলিস বাপের বেটা হলে যেন দেশে এসে এখন আওয়ামী লীগ করে। তাকে বলিস আমার নাম বিজয়, ছাত্রদলের বিজয়। আমাকে ভালো করে চিনে সে৷ তাকে পেলে জানেই মেরে ফেলতাম”। আশেপাশের লোকজন ছুটে আসলে হামলাকারীরা স্লোগান দিয়ে দিয়ে মোটরসাইকেলে করে স্থানত্যাগ করে, উপস্থিত কেউ তাদেরকে আটকের চেষ্টা করেনি।
হামলায় ডান পায়ে, হাতে এবং মাথায় আঘাতপ্রাপ্ত হন নাহিয়ান সাদিক। প্রসঙ্গত ৫ আগস্ট ২০২৪ সাল থেকেই ফারহান সাদিকের ভাই নাহিয়ান সাদিক তার মা-সহ আত্নগোপনে আছেন। ৫-ই আগস্ট আওয়ামী লীগ সরকার পতনের পরপরই তাদের ফেঞ্চুগঞ্জস্থ গ্রামের বাড়িতে হামলা এবং ভাংচুর হয়।