1. info@www.awazsylhet.com : - :
রবিবার, ০৭ সেপ্টেম্বর ২০২৫, ০৪:০৪ অপরাহ্ন
সর্বশেষ :
কিংবদন্তি অভিনেতা সালমান শাহ এর মৃত্যুবার্ষিকী আজ আওয়াজ সিলেট জকিগঞ্জে পুলিশের অভিযানে ৪ হাজার পিস ইয়াবাসহ মাদক ব্যবসায়ী গ্রেপ্তার সিলেটে স্কুল শিক্ষিকার ঝুলন্ত লাশ উদ্ধার ঠাকুরগাঁও ওসি-এসআইয়ের ৬ লাখ টাকা আত্মসাতের অভিযোগ। বিএনপি ৩১ দফা বাস্তবায়নের লক্ষ্যে লিফলেট বিতরণ ও গণসংযোগ রাজবাড়ীতে কবর থেকে লাশ তুলে পোড়াল তৌহিদি জনতা মাদ্রাসাছাত্রকে মারধরের অভিযোগে অধ্যক্ষ গ্রেপ্তার কলকলিয়া ইউনিয়নের জগদীশপুরে সৈয়দ তালহা আলম এর সমর্থনে উঠান বৈঠক অনুষ্ঠিত চট্টগ্রামে গুণীজন সংবর্ধনায়: বাংলাদেশ ডুবে যাচ্ছে নৈতিক শিক্ষার অভাবে নামাজের সময়সূচি: ০৫ সেপ্টেম্বর, ২০২৫

টানা তিনদিন বৃষ্টির পূর্বাভাস

উৎসবের আলো
  • প্রকাশিত: শনিবার, ২২ মার্চ, ২০২৫
  • ১১৪ বার পড়া হয়েছে

সিলেটসহ সাত বিভাগে টানা তিনদিন বৃষ্টির কথা জানিয়েছে আবহাওয়া অধিদপ্তর। দুদিনের বৃষ্টিতে তাপমাত্রা অনেকটা কমেছে। ৩ থেকে ৪ ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত তাপমাত্রা কমায় গরমও অনুভূত হচ্ছে কম। আবহাওয়া অফিস জানিয়েছে, আগামী সোমবার সন্ধ্যা পর্যন্ত দেশজুড়ে বৃষ্টি হতে পারে।

আবহাওয়া অধিদপ্তরের পূর্বাভাসে বলা হয়েছে, শনিবার (২২ মার্চ) রংপুর, রাজশাহী, ঢাকা, ময়মনসিংহ, খুলনা, বরিশাল ও সিলেট বিভাগের দু-এক জায়গায় অস্থায়ীভাবে দমকা অথবা ঝোড়ো হাওয়াসহ বিদ্যুৎ চমকানো বা বৃষ্টি অথবা বজ্রসহ বৃষ্টি হতে পারে। একইসঙ্গে কোথাও কোথাও বিক্ষিপ্তভাবে শিলাবৃষ্টি হতে পারে।

এ ছাড়া দেশের অন্যত্র অস্থায়ীভাবে আংশিক মেঘলা আকাশসহ আবহাওয়া প্রধানত শুষ্ক থাকতে পারে। সারাদেশে দিনের তাপমাত্রা প্রায় অপরিবর্তিত থাকতে পারে এবং রাতের তাপমাত্রা সামান্য কমতে পারে।

রোববার (২৩ মার্চ) রংপুর, রাজশাহী, ঢাকা, ময়মনসিংহ, খুলনা, বরিশাল, চট্টগ্রাম ও সিলেট বিভাগের দু-এক জায়গায় অস্থায়ীভাবে দমকা অথবা ঝোড়ো হাওয়াসহ বিদ্যুৎ চমকানো বা বৃষ্টি অথবা বজ্রসহ বৃষ্টি হতে পারে। একইসঙ্গে কোথাও কোথাও বিক্ষিপ্তভাবে শিলাবৃষ্টি হতে পারে। সারাদেশে দিন এবং রাতের তাপমাত্রা সামান্য কমতে পারে।

সোমবার (২৪ মার্চ) ঢাকা, খুলনা, বরিশাল, চট্টগ্রাম, ময়মনসিংহ ও সিলেট বিভাগের দু-এক জায়গায় অস্থায়ীভাবে দমকা অথবা ঝোড়ো হাওয়াসহ বিদ্যুৎ চমকানো বা বৃষ্টি অথবা বজ্রসহ বৃষ্টি হতে পারে। একইসঙ্গে কোথাও কোথাও বিক্ষিপ্তভাবে শিলাবৃষ্টি হতে পারে।

বর্ধিত পাঁচ দিনের আবহাওয়ার অবস্থা সম্পর্কে বলা হয়েছে, এ সময় তাপমাত্রা বৃদ্ধি পেতে পারে।

আবহাওয়াবিদ কাজী জেবুন্নেছা বলেন, পরবর্তী তিনদিন সব বিভাগেই কমবেশি বৃষ্টি হতে পারে। এরপর তাপমাত্রা আবার বাড়তে থাকবে।

শুক্রবার (২১ মার্চ) দেশের সর্বোচ্চ ৩৪ দশমিক ২ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা রেকর্ড করা হয় চট্টগ্রামের সীতাকুণ্ডুতে। এদিন ঢাকার সর্বোচ্চ তাপমাত্রা ছিল ২৯ দশমিক ৪ ডিগ্রি সেলসিয়াস। পটুয়াখালীর খেপুপাড়ায় শুক্রবার সর্বোচ্চ বৃষ্টিপাত হয়েছে ১০ মিলিমিটার। রাজশাহীতে ৭, সিরাজগঞ্জে ৫, পাবনা, বগুড়া, চুয়াডাঙ্গায় ২, নওগাঁ, ময়মনসিংহ ও কুষ্টিয়ায় এক মিলিমিটার বৃষ্টি হয়েছে। এ ছাড়া টাঙ্গাইল, ফরিদপুর, গোপালগঞ্জ, সিলেট, মৌলভীবাজার, ফেনী ও যশোরে সামান্য বৃষ্টি হয়েছে।

এদিকে রাজশাহীতে দুই দিন ধরে সূর্যের দেখা মিলছে না। দিনভর ঠান্ডা বাতাসের সঙ্গে গুঁড়ি গুঁড়ি বৃষ্টিতে ভোগান্তি পোহাচ্ছেন নগরবাসী। শুক্রবার ভোর ৬টা থেকে বৃষ্টি শুরু হয়েছে, যা থেমে থেমে অব্যাহত রয়েছে। বেশিরভাগ সময় গুঁড়ি গুঁড়ি বৃষ্টি হলেও মাঝে মাঝে তা তীব্র হচ্ছে। আগের দিন দুপুরের পর গুঁড়ি গুঁড়ি বৃষ্টি থাকলেও তা বেশিক্ষণ স্থায়ী হয়নি।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

শনি রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র
১০১১১২১৩১৪
১৫১৬১৭১৮১৯২০২১
২২২৩২৪২৫২৬২৭২৮
২৯৩০৩১  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
ওয়েবসাইট ডিজাইন: ইন্টেল ওয়েব