1. info@www.awazsylhet.com : - :
শনিবার, ১৩ ডিসেম্বর ২০২৫, ১০:৩৭ পূর্বাহ্ন
সর্বশেষ :
২৫ ডিসেম্বর দেশে ফিরছেন তারেক রহমান বেনাপোলের লাইট পোস্টের খাম্বায় ধাক্কা লেগে মোটরসাইকেল আরোহী নিহত। সুনামগঞ্জ জেলা ডিবি পুলিশের অভিযানে ইয়াবাসহ মাদক ব্যবসায়ী গ্রেফতার সফাত উল্লাহ উচ্চ বিদ্যালয়ে ৩৯ বছরের শিক্ষকতা শেষে শ্রদ্ধা-ভালবাসায় প্রধান শিক্ষকের বিদায় জোটের মনোনয়ন নিয়ে ধোঁয়াশা: ইয়াসিনের গ্রহণযোগ্যতা নাকি পাশার বিতর্ক—কাকে বেছে নেবে আট দলীয় জোট? রাত ব্যাপী জিকির, দোয়া ও ভক্তিমুলক গানের মধ্য দিয়ে বাৎসরিক ওরস মোবারক সম্পন্ন। মোবাইল ব্যবসায়ীদের সড়ক অবরোধ, একদফা দাবিতে উত্তাল নারায়ণগঞ্জে গ্যাস বিস্ফোরণে প্রাণ গেল সেই আলাউদ্দিনের সুনামগঞ্জে তিন লাখ টাকার ভারতীয় পেঁয়াজ ও চিনি জব্দ বেনাপোল স্হল বন্দরে নিরাপত্তা জোরদার ও সার্বিক কার্যক্রম তদারকির লক্ষ্যে ৯ সদস্যবিশিষ্ট কমিটি গঠন।

যশোরের ঝিকরগাছায় গণধর্ষণ ছাত্রদলের দুই নেতা সহ আটক ৪। অতঃপর বহিষ্কার।

আওয়াজ সিলেট
  • প্রকাশিত: মঙ্গলবার, ১৮ মার্চ, ২০২৫
  • ১১৮ বার পড়া হয়েছে

আঃজলিল,স্টাফ রিপোর্টার:- যশোরের ঝিকরগাছা উপজেলার গদখালীতে এক কিশোরীকে গণধর্ষণের ঘটনায় ছাত্রদলের দুই নেতা সহ চারজনকে আটক করেছে পুলিশ।

রবিবার (১৬ মার্চ) বিকেল সাড়ে ৩টার দিকে গদখালী ইউনিয়নের পটুয়াপাড়া গ্রামের একটি লিচু বাগানে এ বর্বরোচিত ঘটনা ঘটে।

ভুক্তভোগী কিশোরী ৯৯৯ নম্বরে কল করলে ঝিকরগাছা থানার অফিসার ইনচার্জ বাবলুর রহমান খান দ্রুত পুলিশ দল নিয়ে ঘটনাস্থলে পৌঁছে তাকে উদ্ধার করেন এবং মোবাইল ট্র্যাকিংয়ের মাধ্যমে সন্ধ্যায় চারজনকে আটক করেন।

আটককৃতরা হলেন—পটুয়াপাড়া গ্রামের মিজানুর রহমানের ছেলে ইয়াসিন আরাফাত (২২), জাকির হোসেনের ছেলে জাবেদ হোসেন (২৮), শরিফুল ইসলামের ছেলে মামুন হোসেন বাপ্পি (২১) ও উজ্জল হোসেনের ছেলে আমিনুর রহমান (২০)।

প্রত্যক্ষদর্শীরা জানান, তরুণীটি চিৎকার করলে আশপাশের লোকজন ছুটে যান। কিন্তু অভিযুক্তরা দ্রুত ঘটনাস্থল ত্যাগ করে। স্থানীয়দের সহায়তায় পুলিশ দ্রুত তদন্ত শুরু করে এবং রাতে অভিযান চালিয়ে অভিযুক্ত চারজনকে আটক করে।

পুলিশ জানায়, মামুন হোসেন বাপ্পি গদখালী ইউনিয়ন ছাত্রদলের সাধারণ সম্পাদক এবং ইয়াসিন আরাফাত দপ্তর সম্পাদক হিসেবে দায়িত্বে রয়েছেন।

জানা গেছে, মনিরামপুর উপজেলার হরিহরনগর ইউনিয়নের রাজগঞ্জ গ্রামের টুকু মিয়ার মেয়ে বেনাপোলের খালাবাড়ি থেকে বাসযোগে ফেরার পথে দুপুরে গদখালী বাজারে ফুল কিনতে নামে। এসময় ফুলের দোকানদার আমিনুর রহমানের দোকানে গেলে চার যুবকের সঙ্গে পরিচয় হয়। পরে তারা তাকে ফুলবাগান দেখানোর প্রলোভন দেখিয়ে পটুয়াপাড়া গ্রামের জাবেদ হোসেনের লিচু বাগানে নিয়ে যায় এবং সেখানে গণধর্ষণ করে।

এ ঘটনার খবর পেয়ে অতিরিক্ত পুলিশ সুপার নূর ই আলম সিদ্দিকী ও নাভারণ (সার্কেল) এএসপি নিশাত আল নাহিয়ান ঘটনাস্থল পরিদর্শন করেন।

এই চাঞ্চল্যকর ঘটনায় স্থানীয়দের মধ্যে তীব্র ক্ষোভের সৃষ্টি হয়েছে। তারা দোষীদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানিয়েছেন। অনেকে অভিযোগ করেছেন, অভিযুক্তরা দীর্ঘদিন ধরে এলাকায় বিভিন্ন অপরাধমূলক কর্মকাণ্ড চালিয়ে আসছিল, কিন্তু যথাযথ আইনগত ব্যবস্থা নেওয়া হয়নি।

 

পুলিশ জানায়, ভুক্তভোগী তরুণী বর্তমানে হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন। তাকে প্রয়োজনীয় আইনি সহায়তা ও কাউন্সেলিং দেওয়া হবে।

পুলিশ আরও জানিয়েছে, মামলাটি দ্রুত বিচার আইনের আওতায় আনার চেষ্টা করা হচ্ছে এবং অপরাধীদের সর্বোচ্চ শাস্তি নিশ্চিত করতে প্রয়োজনীয় সব প্রক্রিয়া অনুসরণ করা হবে। পুলিশ আরও জানিয়েছে, অভিযুক্তদের রিমান্ড চেয়ে আদালতে আবেদন করা হবে।

এদিকে, যশোর জেলা ছাত্রদলের সাধারণ সম্পাদক কামরুজ্জামান বাপ্পী জানিয়েছেন, তাৎক্ষণিক পদক্ষেপ হিসেবে ধর্ষণের ঘটনায় আটক দুই ছাত্রদল নেতাকে সংগঠন থেকে বহিষ্কার করা হয়েছে।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

শনি রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র
১০১১১২১৩১৪
১৫১৬১৭১৮১৯২০২১
২২২৩২৪২৫২৬২৭২৮
২৯৩০৩১  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
ওয়েবসাইট ডিজাইন: ইন্টেল ওয়েব