1. info@www.awazsylhet.com : - :
সোমবার, ০৮ সেপ্টেম্বর ২০২৫, ০৮:৪২ পূর্বাহ্ন
সর্বশেষ :
পদত্যাগ করছেন জাপানের প্রধানমন্ত্রী শিগেরু ইশিবা জাতীয় পরিচয়পত্র হারানো বিজ্ঞপ্তি: জাপানের রাজপরিবারে সংকট: প্রাপ্তবয়স্ক হলেন রাজপুত্র হিসাহিতো, ভবিষ্যৎ নিয়ে অনিশ্চয়তা শেরপুর আজাদ বখত স্কুল এন্ড কলেজের ১৯৯৬ ব্যাচের মিলনমেলা অনুষ্ঠিত মাওলানা মুশতাক আহমদ গাজিনগরীর খুনিদের দ্রুত গ্রেফতার ও ফাঁসির দাবীতে জগন্নাথপুরে বিক্ষোভ। বেনাপোল বন্দরে ভারতীয় একটি ট্রাক থেকে ইয়ার পিস্তল গুলি সহ ২জন আটক। কিংবদন্তি অভিনেতা সালমান শাহ এর মৃত্যুবার্ষিকী আজ আওয়াজ সিলেট জকিগঞ্জে পুলিশের অভিযানে ৪ হাজার পিস ইয়াবাসহ মাদক ব্যবসায়ী গ্রেপ্তার সিলেটে স্কুল শিক্ষিকার ঝুলন্ত লাশ উদ্ধার ঠাকুরগাঁও ওসি-এসআইয়ের ৬ লাখ টাকা আত্মসাতের অভিযোগ।

ঋণের বোঝা সইতে না পেরে কুলাউড়ায় ক্ষুদ্র ব্যবসায়ীর আ’ত্মহ’ত্যা

উৎসবের আলো
  • প্রকাশিত: শনিবার, ৮ মার্চ, ২০২৫
  • ১০৪ বার পড়া হয়েছে

কুলাউড়া উপজেলার হাজীপুর ইউনিয়নের ক্ষুদ্র ব্যবসায়ী মহরম আলী (৫৫) ট্রেনের নিচে ঝাঁপ দিয়ে আত্মহত্যা করেছেন। স্থানীয় দাদন ব্যাবসায়ীদের ভয়ে এবং ঋণের বোঝা সইতে না পেরে মুলত চলন্ত ট্রেনের নিচে ঝাঁপ দেন বলে পারিবারিক ও স্থানীয় সূত্র নিশ্চিত করেছে।

মহরম আলী উপজেলার হাজীপুর ইউনিয়নের চানগাঁও গ্রামের মৃত সোনা উল্যার ছেলে। তিনি স্থানীয় পীরের বাজারের একজন মুদী ব্যবসায়ী।

হাজীপুর ইউপি সদস্য রাজা মিয়া জানান, দীর্ঘদিন থেকে পীরের বাজারে মহরম আলীর মুদির ব্যবসা ছিলো। ভালই চলছিলো তার সংসার। হঠাৎ করে তিনি ঋণগ্রস্থ হয়ে পড়েন। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে তিনি ঋণের চাপ সইতে না পেরে ট্রেনের নিচে ঝাঁপ দিয়ে আত্মহত্যা করতে পারেন।

নিহতের বড় ভাইয়ের স্ত্রী মালা বেগম জানান, নিহত ব্যবসায়ী মহরম আলী ২০ লক্ষ টাকার উপরে ঋণ আছে। স্থানীয় দাদন ব্যবসায়ীদের ঋণের চাপ সইতে না পেরেই তিনি আত্মহত্যা করেছেন। ঘটনার দিন স্থানীয় কয়েকজন সুদুড়ীর (চড়া সুদের ব্যবসায়ী) টাকা পরিশোধের কথা ছিলো। টাকা পরিশোধ না করলে সুদুড়ীরা অপমানজনক ব্যবহার করেন।

স্থানীয় লোকজন জানান, এলাকায় স্থানীয়ভাবে দাদন ব্যবসায়ীদের (সুদুড়ী) একটি শক্তিশালী চক্র গড়ে উঠেছে। যারা সামান্য সমস্যাগ্রস্থ মানুষের সরলতার সুযোগ নিয়ে টাকা ঋণ দেয়। সেই টাকা চক্র সুদে বাড়তেই থাকে। এবার ঋণগ্রস্থ মানুষের সেই টাকা পরিশোধ করার আর ক্ষমতা থাকে না। ফলে কেউ কেউ ভিটেমাটি ছাড়া আবার কেউ আত্মহত্যার পথ বেছে নিচ্ছেন। স্থানীয় প্রশাসন কিংবা মেম্বার চেয়ারম্যানরাও এসব সুদুড়ীদেরকে আস্কারা দেন। ফলে সাধারণ ঋণগ্রস্থ মানুষ দিশেহারা হয়ে পড়েন।

শ্রীমঙ্গল রেলওয়ে থানার এসআই দীপক সরকার বলেন, পরিবারের মাধ্যমে জানতে পারলাম মহরম আলী ঋণগ্রস্থ ছিলেন। এ চাপ সইতে না পেরে আত্মহত্যা করে থাকতে পারেন বলে ধারণা করা যাচ্ছে। লাশের পাশ থেকে একটি কীটনাশকের বোতল ও মোবাইল ফোন উদ্ধার করেছে।

উল্লেখ্য, ০৪ মার্চ মঙ্গলবার বিকাল সাড়ে ৩টায় সিলেটগামী আন্ত:নগর পাহাড়িকা এক্সপ্রেস ট্রেনে শমশেরনগর রেলস্টেশনের পাশে চলন্ত ট্রেনের নিচে ঝাঁপ দিয়ে তিনি আত্মহত্যা করেন।ট্রেনে কাটা পড়ে ওই ব্যক্তির মাথাসহ দেহ কয়েক খন্ড হয়ে যায়।

 

 

 

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

শনি রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র
১০১১১২১৩১৪
১৫১৬১৭১৮১৯২০২১
২২২৩২৪২৫২৬২৭২৮
২৯৩০৩১  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
ওয়েবসাইট ডিজাইন: ইন্টেল ওয়েব