বুধবার (৫ মার্চ) এক হলদি অনুষ্ঠানে ক্যাটরিনা তার অসাধারণ নাচের মাধ্যমে অতিথিদের মুগ্ধ করেন। তিনি ভিকি কৌশল, সানি কৌশল, শারভারি ওয়াঘ এবং পরিচালক কবির খানের সঙ্গে তার সেরা বন্ধুর প্রাক-বিবাহ অনুষ্ঠানে অংশ নেন। নীল টারকোয়েজ ব্লাউজ, স্কার্ট এবং ডুপাটায় তিনি এক অনন্য উপস্থিতি সৃষ্টি করেন এবং ‘দিল্লী ৬’ সিনেমার ‘গেন্দা ফুল’ গানে নেচে সবাইকে মুগ্ধ করেন।
উল্লেখ্য, ক্যাটরিনা সর্বশেষ শ্রীরাম রাঘবনের ‘মেরি ক্রিসমাস’ সিনেমায় বিজয় সেতুপতির সঙ্গে অভিনয় করেছিলেন। তার পরবর্তী প্রকল্প নিয়ে বিস্তারিত কিছু জানা না গেলেও, তিনি তার বিউটি ব্র্যান্ড এবং অন্যান্য ব্যবসায়ী উদ্যোগে মনোযোগী।
এছাড়া তার জনপ্রিয় সিনেমা ‘নমস্তে লন্ডন’ আবারো প্রেক্ষাগৃহে মুক্তি পেতে চলেছে। রীতেশ সিধওয়ানি ও পরিচালক জোয়া আখতার ঘোষণা করেছেন যে, ‘জিন্দেগি না মিলেগি দোবারা’ সিনেমাটিও পুনরায় প্রেক্ষাগৃহে আসবে। এই তালিকায় ‘দিল চাহতা হ্যা’ সিনেমাটিও রয়েছে।
সূত্র: পিঙ্কভিলা