জাকির হোসেন::-
বরিশালের বানারীপাড়া উপজেলার সৈয়দকাঠী ইউনিয়নের ঐতিহ্যবাহী শিক্ষা প্রতিষ্ঠান সৈয়দকাঠী ইউনিয়ন মাধ্যমিক বিদ্যালয়ের অর্ন্তবর্তীকালীণ (এডহক) কমিটি গঠন করা হয়েছে। সম্প্রতি বরিশাল মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষাবোর্ডের চেয়ারম্যান প্রফেসর মো. ইউনুস আলী সিদ্দিকীর নির্দেশক্রমে বিদ্যালয় পরিদর্শক প্রফেসর মো. রফিকুর ইসলাম খান স্বাক্ষরিত এক পত্রে মোঃ সাহাদাত হোসেনকে সভাপতি প্রধান শিক্ষককে সদস্য সচিব ( পদাধিকার বলে) এবং উপজেলা নির্বাহী কর্মকর্তা দ্বারা মোঃ মহসিন (ডাঃ মহসিন) অভিভাবক সদস্য হিসেবে মনোনীত করা হয়। শিক্ষা ব্যবস্থায় গতিশীল এবং প্রাণবন্ত করতে এই কমিটির অনুমোদন দেয়া হয়।
এ বিষয় নির্বাচিত সভাপতি সাহাদাত হোসেন এবং সদস্য ডাঃ মহাসিন বলেন আমাদের উপর অর্পিত দায়িত্ব আমরা সঠিকভাবে পালন করব এবং সৈয়দকাঠী ইউনিয়ন মাধ্যমিক বিদ্যালয়কে উত্তরোত্তর এগিয়ে নিয়ে যাব। নবনির্বাচিত এই কমিটিকে শুভেচ্ছা ও উষ্ণ অভিনন্দন জানিয়েছেন সৈয়দকাঠী ইউনিয়নের সকল সামাজিক, রাজনৈতিক, পেশাজীবি সংগঠন, বিদ্যালয়ের শিক্ষক-শিক্ষিকা এবং অভিভাবকসহ সর্বস্তরের সাধারণ জনগণ।