1. info@www.awazsylhet.com : - :
রবিবার, ২০ জুলাই ২০২৫, ০৪:৫১ পূর্বাহ্ন
সর্বশেষ :
ঠাকুরগাঁওয়ে যৌথ বাহিনীর অভিযানে মাদক কারবাড়ি আটক। সিলেট জেলা ও মহানগর ছাত্র জমিয়তের পরিচিতি ও মতবিনিময় সভা সম্পন্ন। উৎসাহ মুখী পরিবেশে বাগআঁচড়া-নাভারণ ও বেনাপোল সড়ক পরিবহন শ্রমিক ইউনিয়নের নির্বাচন সম্পন্ন। ঠাকুরগাঁওয়ে যুবদলে বিক্ষোভ মিছিলে দিল্লি গেছে স্বৈরাচার পিন্ডি যাবে রাজাকার । দোয়ারাবাজারে জাহাঙ্গীর গাঁও গ্রামের রাস্তা পাকাকরণের দাবি শার্শার বাগআঁচড়ায় শ্রমিক ইউঃয়ের উদ্যোগে ৩১জন মটর শ্রমিকের পরিবারকে মরণোত্তর ভাতা প্রদান। সেনাবাহিনীর ট‍্যাংকে করে গোপালগঞ্জ ছেড়েছেন এনসিপি নেতারা নির্বাচন পেছানোর ষড়যন্ত্র চলছে: ডা. জাহিদ ঠাকুরগাঁওয়ে বালিয়াডাঙ্গীতে যুবলীগের কর্মীকে ধারালো অস্ত্রের আঘাতে আহত করছে দুর্বৃত্তেরা। সংসদের উচ্চকক্ষ নিয়ে ঐকমত্য কমিশনের প্রস্তাব অস্বাভাবিক: সালাহউদ্দিন আহমদ

রৌমারী জেনারেল হাসপাতাল এন্ড ডায়াগণষ্টিক সেন্টার চিকিৎসা সেবায় গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছে!

উৎসবের আলো
  • প্রকাশিত: শুক্রবার, ২১ ফেব্রুয়ারী, ২০২৫
  • ১৪০ বার পড়া হয়েছে

সাকিব আল হাসান, রৌমারী(কুড়িগ্রাম):- কুড়িগ্রামের রৌমারী উপজেলার প্রত্যন্ত সাধারণ মানুষের কাছে স্বল্প খরচে উন্নত স্বাস্থ্য সেবা পাবার বিশস্ত প্রতিষ্ঠান হয়ে উঠেছে রৌমারী জেনারেল হাসপাতাল এন্ড ডায়াগণষ্টিক সেন্টার।

বিভিন্ন সুত্রে জানা যায়, উপজেলার প্রায় ৮৫ ভাগ মানুষ কৃষিজীবী। তাদের জীবনধারণও সাধারণ। ফলে এসব মানুষ চাইলেও উন্নত চিকিৎসা সেবা নিতে জেলা শহরে যেতে পারে না। আবার উপজেলা সরকারী হাসপাতালেও কাঙ্খিত সেবা পায় না। তবে স্বল্প খরচে এসব মানুষের উন্নত স্বাস্থ্য সেবা প্রদানের অঙ্গীকার ও কাঙ্খিত মানের স্বাস্থ্য সেবা দিয়ে চলেছে সরকার অনুমোদিত রৌমারী জেনারেল হাসপাতাল এন্ড ডায়াগণস্টিক সেন্টার। উপজেলার প্রত্যন্ত পল্লী এলাকার সাধারণ মানুষের স্বাস্থ্য সেবার বিশস্ত প্রতিষ্ঠান এই জেনারেল হাসপাতাল এন্ড ডায়াগনস্টিক সেন্টার। এই হাসপাতালে প্রতি মাসে গরীব ও অসহায় মানুষদের বিভিন্ন অসুখের বিনামূল্য পরীক্ষা-নিরীক্ষা করা হয় এবং স্বল্প খরচে উন্নত চিকিৎসা সেবা প্রদানে রৌমারী জেনারেল হাসপাতাল এন্ড ডায়াগণস্টিক সেন্টার অন্যদের থেকে এক ধাপ এগিয়ে রয়েছে।

এই হাসপাতালের বড় গুণ সাধারণ মানুষের আর্থিক অবস্থা বিবেচনা করে সকল প্রকার পরীক্ষা-নিরীক্ষার মুল্য নির্ধারণ করা হয়েছে। এখানে নিজস্ব বিদ্যুৎ ব্যবস্থা, সার্বক্ষনিক একজন বিশেষজ্ঞ চিকিৎসক, আল্ট্রাসনোগ্রাফি, শীতাতাপ নিয়ন্ত্রিত ও আধূনিক যন্ত্রপাতির মাধ্যমে এক্সরেসহ ও বিভিন্ন রোগের পরীক্ষা-নিরীক্ষা এবং বিশেষজ্ঞদের দিয়ে নির্ভুল রিপোর্ট প্রদান, দালাল ও ধুমপানমুক্ত উন্নত পরিবেশ এবং নিয়ম-শৃঙ্খলা, রোগী ও স্বজনদের সঙ্গে সুন্দর আচরণ ইত্যাদির মধ্য দিয়ে রৌমারী জেনারেল হাসপাতাল এন্ড ডায়াগণষ্টিক সেন্টার সাধারণ মানুষের কাছে চিকিৎসা সেবায় আস্থা ও ভরসার নির্ভরযোগ্য প্রতিষ্ঠান হয়ে উঠেছে। ফলে এথানে প্রতিনিয়ত বাড়ছে চিকিৎসা সেবা গ্রহণকারীদের সংখ্যা। আবার হাতের কাছে স্বল্প খরচে উন্নত চিকিৎসা সেবা পেয়ে এই জনপদের মানুষও খুশি। এই জনপদের সাধারণ মানুষ রৌমারী জেনারেল হাসপাতাল এন্ড ডায়াগণষ্টিক সেন্টারের উন্নতি ও সম্মৃদ্ধি কামনা করেছেন।

এবিষয়ে জানতে চাইলে রৌমারী জেনারেল হাসপাতাল এন্ড ডায়াগনস্টিক সেন্টারের চেয়ারম্যান মো: মাহবুব আলম বলেন, তারা ব্যবসা নয় মানব সেবার প্রত্যয় নিয়ে জেনারেল হাসপাতাল এন্ড ডায়াগণষ্টিক সেন্টারের যাত্রা শুরু করেছিলেন । আমরা সব সময় সাধারণ মানুষকে স্বল্প খরচে উন্নত চিকিৎসা সেবা দেওয়ার চেষ্টা করে যাচ্ছি। আগামী দিনেও আমাদের এই চেষ্টা অব্যাহত থাকবে।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
ওয়েবসাইট ডিজাইন: ইন্টেল ওয়েব