প্রিন্ট এর তারিখঃ মে ৮, ২০২৫, ১১:০৯ এ.এম || প্রকাশের তারিখঃ ফেব্রুয়ারী ১৮, ২০২৫, ৭:০৫ পি.এম
সিলেটের ফেঞ্চুগঞ্জ ট্রেনের ধাক্কায় দুমড়েমুচড়ে গেল বিয়ের গাড়ি
সিলেটের ফেঞ্চুগঞ্জে ট্রেনের ধাক্কায় একটি বিয়ের প্রাইভেট কার ছিটকে জমিতে পড়ে গেছে। এতে দুমড়েমুচড়ে যায় গাড়িটি। এ ঘটনায় ওই গাড়িতে থাকা চালক হোসেন আহমদ (৩৮) আহত হয়েছেন।
মঙ্গলবার বেলা ১১টায় ফেঞ্চুগঞ্জ পুরাতন রেলস্টেশন সংলগ্ন রেলক্রসিং এ দুর্ঘটনা ঘটে।
আহত হোসেন আহমদ সিলেটের গোলাপগঞ্জ উপজেলার লক্ষণাবন্দ গ্রামের বাসিন্দা। স্থানীয়রা তাকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান। সেখানে প্রাথমিক চিকিৎসা শেষে তাকে উন্নত চিকিৎসার জন্য সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।
প্রত্যক্ষদর্শীর জানায়, গাড়িটি বিয়ে বাড়িতে যাচ্ছিল। রেলস্টেশন এলাকার রেলক্রসিং পার হওয়ার সময় রেললাইনের উপরেই গাড়ি বন্ধ হয়ে যায়। এ সময় সিলেট থেকে ছেড়ে আসা চট্টগ্রামগামী পাহাড়িকা এক্সপ্রেসের সঙ্গে কারটির ধাক্কা লাগে। এতে কয়েক ফুট দূরে জমিতে ছিটকে পড়ে দুমড়েমুচড়ে যায় গাড়িটি। এতে প্রাইভেট কারের চালক গুরুতর আহত হন।
ফেঞ্চুগঞ্জ থানার ওসি মনিরুজ্জামান খান বলেন, ট্রেনের ধাক্কায় প্রাইভেট কারটি লাইন থেকে ছিটকে পড়ে যায়। আহত চালককে উদ্ধার করে চিকিৎসার জন্য হাসপাতালে ভর্তি করা হয়েছে। ট্রেন আসার সময় রেলক্রসিং পার হতে গিয়ে রেললাইনের উপরে গাড়ি বন্ধ হয়ে গেছে।
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত