1. info@www.awazsylhet.com : - :
সোমবার, ০৮ সেপ্টেম্বর ২০২৫, ০১:১৪ অপরাহ্ন
সর্বশেষ :
পদত্যাগ করছেন জাপানের প্রধানমন্ত্রী শিগেরু ইশিবা জাতীয় পরিচয়পত্র হারানো বিজ্ঞপ্তি: জাপানের রাজপরিবারে সংকট: প্রাপ্তবয়স্ক হলেন রাজপুত্র হিসাহিতো, ভবিষ্যৎ নিয়ে অনিশ্চয়তা শেরপুর আজাদ বখত স্কুল এন্ড কলেজের ১৯৯৬ ব্যাচের মিলনমেলা অনুষ্ঠিত মাওলানা মুশতাক আহমদ গাজিনগরীর খুনিদের দ্রুত গ্রেফতার ও ফাঁসির দাবীতে জগন্নাথপুরে বিক্ষোভ। বেনাপোল বন্দরে ভারতীয় একটি ট্রাক থেকে ইয়ার পিস্তল গুলি সহ ২জন আটক। কিংবদন্তি অভিনেতা সালমান শাহ এর মৃত্যুবার্ষিকী আজ আওয়াজ সিলেট জকিগঞ্জে পুলিশের অভিযানে ৪ হাজার পিস ইয়াবাসহ মাদক ব্যবসায়ী গ্রেপ্তার সিলেটে স্কুল শিক্ষিকার ঝুলন্ত লাশ উদ্ধার ঠাকুরগাঁও ওসি-এসআইয়ের ৬ লাখ টাকা আত্মসাতের অভিযোগ।

অভিনয়ে ফিরছেন পাকিস্তানি অভিনেত্রী মেহউইশ হায়াত

উৎসবের আলো
  • প্রকাশিত: রবিবার, ১৬ ফেব্রুয়ারী, ২০২৫
  • ১১৪ বার পড়া হয়েছে

প্রায় এক দশক অভিনয় জগত থেকে দূরে থাকার পর আবার পর্দায় হাজির হচ্ছেন পাকিস্তানের জনপ্রিয় অভিনেত্রী মেহউইশ হায়াত। পাকিস্তানের ছোটপর্দার জনপ্রিয় অভিনেতা আহসান খান এবং অভিনেত্রী হীরা মণির সঙ্গে তিনি একটি নতুন সিরিয়ালে অভিনয় করবেন বলে জানা গেছে। এতে মেহবিশকে একটি জটিল চরিত্রে দেখা যাবে। সিরিয়ালটিতে প্রেম, গোপনীয়তা এবং উত্তেজনার মিশ্রণ থাকবে।

এদিকে মেহউইশ হায়াতের অভিনয়ে ফিরে আসার খবর তার ভক্তদের মধ্যে ব্যাপক উত্তেজনা সৃষ্টি করেছে।

সামাজিক যোগাযোগমাধ্যমে এক ভক্ত লিখেছেন, তিনি পর্দায় অসাধারণ, প্রতিটি চরিত্রে তার সবটুকু দিয়েই অভিনয় করেন।  আরেক ভক্ত লিখেছেন, আমার প্রিয় পর্দার জুটি একসঙ্গে অভিনয় করতে যাচ্ছেন! আমি খুব উত্তেজিত।

মেহউইশ শেষবার ২০১৬ সালে ‘দিল লাগি’ সিরিয়ালে হুমায়ুন সায়েদের সঙ্গে অভিনয় করেছিলেন। এতে তিনি আনমোল চরিত্রে অভিনয় করেন।

এছাড়াও মেহউইশ বেশ কিছু জনপ্রিয় পাকিস্তানি সিনেমায় অভিনয় করেছেন। এরমধ্যে অন্যতম হলো- নাবিল কুরেশির ‘না মালুম আফরাদ’ এবং নাদিম বেগের ‘পাঞ্জাব নাহি জঙ্গি’, যা তাকে বড় পর্দায় একটি পরিচিত মুখে পরিণত করে।

পাকিস্তানি এই তারকা হলিউডেও অভিনয় করেছেন। মার্ভেল সিনেম্যাটিক ইউনিভার্স সিরিজ ‘এমএস মার্ভেল’-এর মাধ্যমে তার হলিউডে অভিষেক হয়।

তামগা-ই-ইমতিয়াজ পুরস্কার বিজয়ী এ অভিনেত্রী সম্প্রতি ভারতীয় র‍্যাপার ইয়ো ইয়ো হানি সিংয়ের ‘জাট মেহকামা’-এর মিউজিক ভিডিওতেও অভিনয় করেছেন।

তবে এই অভিনেত্রী বলিউডে কাজ করতে চান না। গত বছর জুনে তিনি একটি পডকাস্টে তার কারণও জানান।

সেময় মেহউইশ বলেছিলেন, আমি বলিউড থেকে অনেক প্রস্তাব পেয়েছি, কিন্তু আমি সবগুলোই প্রত্যাখ্যান করেছি। আমার দেশে অসংখ্য সুযোগ রয়েছে। আমি পাকিস্তানি সিনেমার পুনরুজ্জীবন ও সাফল্যের অংশ হয়েছি এবং পাকিস্তানে আমি অনেক সম্মান ও ভালোবাসা পেয়েছি।

তিনি আরও বলেন, এত সাফল্য পাওয়ার পরও আমি মনে করি না যে, বলিউডের প্রস্তাব গ্রহণ করা উচিত। আমি পাকিস্তানে কাজ করতে পছন্দ করি এবং এখনকার মানুষ পরিবারের সঙ্গে আমার সিনেমা দেখতে আসে, যা আমার জন্য একটি বড় অর্জন।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
ওয়েবসাইট ডিজাইন: ইন্টেল ওয়েব