1. info@www.awazsylhet.com : - :
রবিবার, ২০ জুলাই ২০২৫, ০৫:০৬ অপরাহ্ন
সর্বশেষ :
মালয়েশিয়ায় মৃত্যুর সাত দিন পর প্রবাসী সুজিদ বিশ্বাসের লাশ তার নিজ গ্রামে পৌঁছেছে ঝিকরগাছায় অর্ধ-শতাধিক পরিবারের মাঝে বিএনপির পক্ষ থেকে খাদ্য সামগ্রী বিতরণ। ঠাকুরগাঁওয়ে যৌথ বাহিনীর অভিযানে মাদক কারবাড়ি আটক। সিলেট জেলা ও মহানগর ছাত্র জমিয়তের পরিচিতি ও মতবিনিময় সভা সম্পন্ন। উৎসাহ মুখী পরিবেশে বাগআঁচড়া-নাভারণ ও বেনাপোল সড়ক পরিবহন শ্রমিক ইউনিয়নের নির্বাচন সম্পন্ন। ঠাকুরগাঁওয়ে যুবদলে বিক্ষোভ মিছিলে দিল্লি গেছে স্বৈরাচার পিন্ডি যাবে রাজাকার । দোয়ারাবাজারে জাহাঙ্গীর গাঁও গ্রামের রাস্তা পাকাকরণের দাবি শার্শার বাগআঁচড়ায় শ্রমিক ইউঃয়ের উদ্যোগে ৩১জন মটর শ্রমিকের পরিবারকে মরণোত্তর ভাতা প্রদান। সেনাবাহিনীর ট‍্যাংকে করে গোপালগঞ্জ ছেড়েছেন এনসিপি নেতারা নির্বাচন পেছানোর ষড়যন্ত্র চলছে: ডা. জাহিদ

দক্ষিণ সুরমায় ভূমি নিয়ে বিরোধের জেরে প্রতিপক্ষের হামলায় মহিলাসহ আহত ৩

উৎসবের আলো
  • প্রকাশিত: বৃহস্পতিবার, ১৩ ফেব্রুয়ারী, ২০২৫
  • ৮৪ বার পড়া হয়েছে

দক্ষিণ সুরমায় ভূমি বিরোধের জের ধরে প্রতিপক্ষের হামলায় ২ মহিলা সহ ৩ জন আহত হওয়ার খবর পাওয়া গেছে। এমন অভিযোগ এনে বুধবার (১২ ফেব্রুয়ারি) দক্ষিণ সুরমা থানায় মামলা দায়ের করা হয়েছে। এর আগে গত সোমবার (১০ ফেব্রুয়ারি) বিকেলে উপজেলার তেতলী ইউনিয়নের লতিবপুর গ্রামে এ ঘটনাটি ঘটে।

এ ঘটনায় আহতরা হচ্ছেন লতিবপুর গ্রামের আব্দুর রউফের স্ত্রী আনোয়ারা বেগম  (৫০),আব্দুর রউফের মেয়ে লাকি বেগম (২৮), আব্দুর রউফ (৬০)। এর মধ্যে গুরুতর আহত লাকি বেগম সিলেট ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। আব্দুর রউফ ও আনোয়ারা বেগমকে প্রাথমিক চিকিৎসা প্রদান করা হয়েছে।

জানা যায়, একই বাড়ির সমুজ উল্লাহ ও আব্দুর রউফের মধ্যে ভূমি সংক্রান্ত কয়েকটি  মামলা মকদ্দমা চলে আসছিলো। সমুজ উল্লাহ ও তার ছেলে ফারুক এক বছর জেল খেটে কিছুদিন পূর্বে বের হয়। গত সোমবার সমুজ উল্লাহ ও তার ছেলে ফারুক, সমুজ উল্লাহর স্ত্রী আলছতা বেগম দেশীয় অস্ত্রশস্ত্র নিয়ে আব্দুর রউফের বসত ঘরে হামলা চালায়। এসময় আব্দুর রউফ,তার মেয়ে লাকি বেগম ও তার স্ত্রী আনোয়ারা বেগম আহত হন। এর মধ্যে লাকি বেগম গুরুতর আহত শরীরের বিভিন্ন জায়গায় মারাত্মক জখম রয়েছে, তার অবস্থা আশঙ্কাজনক বলে জানা গেছে।

এ ব্যাপারে দক্ষিণ সুরমা থানায় আব্দুর রউফের ছেলে রাশেদ মিয়া বাদী হয়ে সমুজ উল্লাহ, তার ছেলে ফারুক, তার স্ত্রী আলছতা বেগমকে আসামী করে বুধবার দক্ষিণ সুরমা থানায় একটি লিখিত অভিযোগ  দায়ের করেন। অভিযোগ পাওয়ার পর এস আই স্বরূপ অনন্দ  সিলেট ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন আহত লাকি বেগমকে দেখতে যান।

এ ব্যাপারে  দক্ষিণ সুরমা থানার ওসি মিজানুর রহমানের সাথে যোগাযোগ করা হলে তিনি জানান, অভিযোগ পেয়েছি তার ব্যবস্থা নেওয়া হচ্ছে।

 

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
ওয়েবসাইট ডিজাইন: ইন্টেল ওয়েব