1. info@www.awazsylhet.com : - :
শুক্রবার, ১৬ জানুয়ারী ২০২৬, ০২:৫১ পূর্বাহ্ন
সর্বশেষ :
রাজশাহীতে প্রতিবন্ধী কিশোরী ধর্ষণের শিকার মানবতার এক অনন্য বাতিঘর- মাওলানা শায়খ ফয়েজ আহমদ ওসমানীনগরে স্বাস্থ্যসেবা নিশ্চিতকরণে ‘ওয়ান স্টপ সার্ভিস’ কার্যক্রম উদ্বোধন প্রয়াত জাতীয় নেতা জগন্নাথপুরের কৃতি সন্তান আব্দুস সামাদ আজাদ এর জন্ম দিন আজ রাজশাহীতে গ্রেফতার ৩৪ জন আলু বিক্রি করে হিমাগারের ভাড়াই উঠছে না কৃষকের শান্তিগঞ্জে নিয়ন্ত্রণ হারিয়ে প্রাইভেট কার খালে বেনাপোল স্হল বন্দরে ভারত থেকে মিথ্যা ঘোষণায় আমদানি করা একটি মাছের চালান আটক। গোদাগাড়ীতে মিথ্যা সংবাদ প্রচার করে অর্থ আদায় শ্রেষ্ঠ শিক্ষা প্রতিষ্ঠানের গৌরব অর্জন করল জমির আহমদ বহুমূখী উচ্চ বিদ্যালয়

শেখ হাসিনার প্রত্যর্পণের প্রশ্নে রাজ্যসভা‍য় আলোচনা

আওয়াজ সিলেট
  • প্রকাশিত: শুক্রবার, ৭ ফেব্রুয়ারী, ২০২৫
  • ১৪৫ বার পড়া হয়েছে

বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে ক্ষমতাচ্যুত শেখ হাসিনাকে বিচারের জন্য ফেরত পাঠানোর অনুরোধ পেলেও এখনো কোনো প্রত্যুত্তর দেয়নি ভারত। নেওয়া হয়নি এব্যাপারে কোনো সিদ্ধান্ত।

বৃহস্পতিবার (৬ ফেব্রুয়ারি) ভারতের রাজ্যসভার অধিবেশনে আলোচনায় একথা জানিয়েছেন ভারতের পররাষ্ট্র প্রতিমন্ত্রী কৃতি বর্ধন সিং। তিনি বলেন, ভারতে আশ্রয় নেওয়া সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার বাংলাদেশের প্রত্যর্পণ নিয়ে এখনো কোনো সিদ্ধান্ত জানানো হয়নি।

রাজ্যসভায় কেরালার সিপিএম সংসদ সদস্য জন ব্রিট্টাস এ বিষয়ে মোদি সরকারের অবস্থান জানতে চেয়ে সরকারের কাছে তিনটি প্রশ্ন করেন।

১. বাংলাদেশ কি তাদের সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার প্রত্যর্পণ চেয়েছে?

২. যদি চেয়ে থাকে তবে প্রত্যর্পণের জন্য কী কী কারণ দেখিয়েছে?

৩. ভারত সরকার এ সম্পর্কে কী জবাব দিয়েছে ঢাকাকে?

কেন্দ্রীয় পররাষ্ট্র প্রতিমন্ত্রী কীর্তি বর্ধন সিংহ এসময় ভারত সরকারের অবস্থান ব্যাখ্যা বলেন, বাংলাদেশ সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার প্রত্যর্পণ দাবি করেছে। ২০২৪ সালের ৫ আগস্ট শেখ হাসিনা ভারতে আসার আগে বাংলাদেশে যেসব অপরাধ সংঘটিত হয়েছে, তার ভিত্তিতে এই প্রত্যর্পণ দাবি করা হয়েছে। কিন্তু বাংলাদেশ সরকারের কাছে এ বিষয়ে কোনো জবাব এখনো পাঠানো হয়নি।

জানা গেছে, হাসিনাকে ফেরত চেয়ে গত ডিসেম্বরে নয়াদিল্লিকে ‘কূটনৈতিক চিঠি’ পাঠায় বাংলাদেশের অন্তর্বর্তী সরকার। একাধিক অপরাধে হাসিনা অভিযুক্ত বলে দাবি করা হয় ওই চিঠিতে। ওই চিঠির প্রাপ্তি স্বীকার করেছিল ভারত সরকার।

এর আগে ভারতীয় পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র রণধীর জয়সওয়াল জানিয়েছিলেন, শেখ হাসিনার প্রত্যর্পণের বিষয়ে বাংলাদেশের একটি চিঠি তারা পেয়েছেন। কিন্তু এ বিষয়ে কোনো মন্তব্য এখনই করা যাবে না। আগে ওই চিঠির বৈধতা যাচাই করতে চায় নয়াদিল্লি। কোনো দেশের অন্তর্বর্তী সরকার অন্য রাষ্ট্রের নির্বাচিত সরকারের কাছে কোনো রাজনৈতিক নেতার প্রত্যর্পণ চাইলে, আইনি দিকগুলো খতিয়ে দেখা প্রয়োজন। সেই প্রক্রিয়ায় সময় লাগতে পারে।

 

উল্লেখ্য, বৃহস্পতিবার বিকেলে দেশের পররাষ্ট্র উপদেষ্টা তৌহিদ হোসেন জানান, ভারত থেকে শেখ হাসিনা উসকানিমূলক বিবৃতি দিচ্ছেন। এর ফলে বাংলাদেশের শান্তি বিঘ্নিত হচ্ছে। শেখ হাসিনাকে চুপ থাকার জন্য ভারতকে লিখিতভাবে অনুরোধও করেছে ঢাকা। তলব করা হয় ঢাকায় নিযুক্ত ভারতের ভারপ্রাপ্ত হাইকমিশনার পবন বাধেকে। বর্তমান পরিস্থিতি কেন্দ্র করে দুই দেশের মধ্যে সম্পর্কের আবার অবনতি হতে পারে বলে আশঙ্কা করছেন সংশ্লিষ্টরা।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

শনি রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র
 
১০১১১২১৩
১৪১৫১৬১৭১৮১৯২০
২১২২২৩২৪২৫২৬২৭
২৮  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
ওয়েবসাইট ডিজাইন: ইন্টেল ওয়েব