1. info@www.awazsylhet.com : - :
সোমবার, ০৮ সেপ্টেম্বর ২০২৫, ১০:০১ পূর্বাহ্ন
সর্বশেষ :
পদত্যাগ করছেন জাপানের প্রধানমন্ত্রী শিগেরু ইশিবা জাতীয় পরিচয়পত্র হারানো বিজ্ঞপ্তি: জাপানের রাজপরিবারে সংকট: প্রাপ্তবয়স্ক হলেন রাজপুত্র হিসাহিতো, ভবিষ্যৎ নিয়ে অনিশ্চয়তা শেরপুর আজাদ বখত স্কুল এন্ড কলেজের ১৯৯৬ ব্যাচের মিলনমেলা অনুষ্ঠিত মাওলানা মুশতাক আহমদ গাজিনগরীর খুনিদের দ্রুত গ্রেফতার ও ফাঁসির দাবীতে জগন্নাথপুরে বিক্ষোভ। বেনাপোল বন্দরে ভারতীয় একটি ট্রাক থেকে ইয়ার পিস্তল গুলি সহ ২জন আটক। কিংবদন্তি অভিনেতা সালমান শাহ এর মৃত্যুবার্ষিকী আজ আওয়াজ সিলেট জকিগঞ্জে পুলিশের অভিযানে ৪ হাজার পিস ইয়াবাসহ মাদক ব্যবসায়ী গ্রেপ্তার সিলেটে স্কুল শিক্ষিকার ঝুলন্ত লাশ উদ্ধার ঠাকুরগাঁও ওসি-এসআইয়ের ৬ লাখ টাকা আত্মসাতের অভিযোগ।

বিশ্বের সাথে তাল মেলাতে শিক্ষার্থীদের বিজ্ঞানমনস্ক হতে হবে : বিভাগীয় কমিশনার

উৎসবের আলো
  • প্রকাশিত: বুধবার, ৫ ফেব্রুয়ারী, ২০২৫
  • ১১৬ বার পড়া হয়েছে

সিলেটের বিভাগীয় কমিশনার খান মোঃ রেজা-উন-নবী বলেছেন, বিশ্বের সাথে তাল মিলিয়ে চলতে হলে আমাদের মেধাশক্তিকে কাজে লাগাতে হবে। আমাদের শিক্ষার্থীদের বিজ্ঞানমনস্ক হতে হবে। তবেই আমরা উন্নত বিশ্বের সাথে পাল্লা দিতে পারবো। তিনি বলেন, কোন সরকার জনগণের উপর গুলি চালিয়ে ক্ষমতায় থাকতে পারে না, বিগত সরকারও পারেনি। তারা আমাদের মেধাবী শিক্ষার্থীদের উপর গুলি চালিয়ে ক্ষমতায় থাকতে চেয়েছিলো। তাদের পতন হয়েছে। জুলাইয়ের প্রেরণাকে কাজে লাগিয়ে নতুন ভাবে দেশ গড়ার কাজে সবাইকে আত্মনিয়োগ করতে হবে।

তিনি বুধবার (৫ ফেব্রুয়ারি) দুপুরে দক্ষিণ সুরমা সরকারি কলেজে তারুণ্য উৎসবের অংশ হিসেবে ‘পিঠাপুলি উৎসব-২০২৫’ উদযাপন অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন।

অনুষ্ঠানে তিনি জুলাই বিপ্লবে শহিদ ও আহত শিক্ষার্থীদের স্মৃতিচারণ করে তাদের সুস্থতার জন্য দোয়া কামনা করেন। তিনি দক্ষিণ সুরমা সরকারি কলেজের সার্বিক উন্নয়নের জন্য সকল প্রকার সহযোগিতা ও কলেজের সমস্যা সমাধানে সব রকমের প্রদক্ষেপ নেয়ার আশ্বাস প্রদান করেন।

কলেজের অধ্যক্ষ ইফতেখার আলমের সভাপতিত্বে ও ইংরেজি বিভাগের প্রভাষক শ্যামলী চক্রবর্ত্তী এবং বাংলা বিভাগের প্রভাষক শুকরিয়া জাহানের পরিচালনায় অনুষ্টানে স্বাগত বক্তব্য রাখেন সমাজবিজ্ঞান বিভাগের বিভাগীয় প্রধান ও পিঠাপুলি উৎসব ২০২৫ এর আহবায়ক মো. জয়নুল ইসলাম।

অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, দক্ষিণ সুরমা উপজেলার সহকারী কমিশনার (ভূমি) আলীম উল্লাহ খান।

অনুষ্টানে কলেজ শিক্ষকদের মধ্যে উপস্থিত ছিলেন মো. মতিউর রহমান, ছালমা ইয়াছমিন, রওনক জাহান বেগম, মতিলাল দাশ, শ্যামলী চক্রবর্তী, সুভাষ চন্দ্র সাহা, শফিকুল ইসলাম, কাজরী রানী ধর, কানিজ ফাতেমা, নাফিস সাকিনা, সুপ্তা রানী চৌধুরী, মো: ময়নুল হক, শাহেদ আহমদ, আমিনুর রহমান, আব্দুল বাতেন, ফাতেমা খানম, আলতাফ হোসেন, মো: শাহরিয়ার খান, হুমায়রা বেগম মনি, বিশ্বজিৎ দাম, মাহবুবা বেগম, মো: আতাউর রহমান ভুঞা, মাহমুদা আক্তার, দীপক চন্দ, নুরজাহান খাতুন, আব্দুন নুর শামীম, খালেদ আহমদ, সাইফুর রহমান, নন্দন কর্মকার, নুরুজ্জামান কোরেশী, সুমন রায়, মুহিবুর রহমান, সামিয়া তাহসিন আলম, সৈয়দা মোমেনা বেগম লিমু, পলি সেনাপতি, ফাহমিদা বেগম লুবনা, শাহ আলম, শরীরচর্চা শিক্ষক আব্দুছ ছাত্তার, সহকারী লাইব্রেরিয়ান বিপ্লব কুমার দাস প্রমুখ।

পিঠাপুলি উৎসবে সর্বমোট ১৪টি স্টল দেয়া হয়। তন্মধ্যে অনার্স বিভাগের ০৯টি, ডিগ্রি পাস থেকে ০১টি, উচ্চ মাধ্যমিক থেকে ০২টি এবং রক্তদান কর্মসূচি থেকে ০১টি ও প্রকাশনা থেকে ০১টি স্টল দেয়া হয়।

 

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
ওয়েবসাইট ডিজাইন: ইন্টেল ওয়েব