আজ সিলেটে অস্ত্র ও বিস্ফোরক আইনে আরেকটি মামলা হয়েছে। সিলেট সিটি কর্পোরেশনের মেয়র আনোয়ারুজ্জামান চৌধুরী, সিলেট-৩ এর সাংসদ হাবিবুর রহমান সহ আওয়ামীলীগের নেতাকর্মীদের নামে ২৯ আগষ্ট ২০২৪ইং রোজ মঙ্গলবার এই মামলায় হয়েছে এবং মামলা উল্লেখ করা হয় যে ৪ আগষ্ট বন্দরবাজারের হামলায় তারা জড়িত ছিলেন।
উক্ত মামলায় প্রবাসী সাবেক ছাত্রলীগের নেতাকর্মীদেরকেও আসামী করা হয়েছে। তাদের মধ্যে উল্লেখযোগ্যভাবে সিলেট জেলা ছাত্রলীগের সাবেক সহ-সহ-সভাপতি সালাউদ্দিন পারভেজ কানাডায়, ফেঞ্চুগঞ্জ উপজেলা যুবলীগের যুগ্ম আহবায়ক দিদারুল আলম নিমু আমেরিকায়, ফেঞ্চুগঞ্জ উপজেলা ছাত্রলীগের সাবেক সভাপতি জুনেদ আহমদ, সাবেক সাধারণ সম্পাদক এ এম ফারহান সাদিক, সাবেক সহ-সভাপতি মেহরাব হোসেন জুনেল ও ফেঞ্চুগঞ্জ সরকারি কলেজ ছাত্রলীগের সাবেক সাধারণ সম্পাদক ফয়ছল আহমদ দীর্ঘদিন থেকে যুক্তরাজ্যে থাকেন। তথ্য নিয়ে জানা যায় তারা কেউই ৫ই আগষ্ট ২০২৪ইং পূর্ববর্তী আন্দোলনের সময় দেশে ছিলেন না।
মামলার বাদী মো: আব্দুর রহমান বলেন, ৪ আগষ্ট সিলেটের কোর্ট পয়েন্টে ছাত্র জনতার মিছিলে হামলা কারীদের বিরুদ্ধে আমি মামলা করেছি। প্রবাসীদের কেন মামলার আসামী করা হয়েছে এমন প্রশ্নে তিনি কোন উত্তর না দিয়েই ফোন রেখে দেন।
উল্লেখ্য মামলায় সর্বমোট ১০১ জনকে আসামী করে মামলা করেন বাদী।