সিলেটের জকিগঞ্জে মাদকবিরোধী র্যালিতে স্কাইলাইন স্পোর্টিং ক্লাবের কোচ, মাদকবিরোধী সংগঠক ও জকিগঞ্জ ক্রীড়া সংস্থার সদস্য মো. আব্দুল খালেক তফাদারের ওপর হামলার ঘটনা ঘটেছে। সোমবার (১৯ সেপ্টেম্বর) বিকাল ৩টায় জকিগঞ্জ বাজার এলাকায় এ ঘটনা ঘটে। হামলায় গুরুতর আহত হয়েছেন মো. আব্দুল খালেক তফাদার।
জানা যায়, ‘যুব সমাজ বাঁচাতে এগিয়ে আসুন’ মাদকের বিরুদ্ধে একসাথে দাঁড়াই’ এই স্লোগান সামনে রেখে জকিগঞ্জের যুব সমাজকে মাদক থেকে রক্ষার জন্য স্কাইলাইন স্পোর্টিং ক্লাবের উদ্যোগে এক সচেতনতামূলক র্যালির আয়োজন করা হয়েছে। র্যালি চলাকালীন অবস্থায় ৩০-৪০ জন দুর্বৃত্ত হামলা করে। এতে গুরুতর আহত হন আব্দুল খালেক সহ বেশ কয়েকজন। পরে স্থানীয়রা আহত অবস্থায় আব্দুল খালেককে উদ্ধার করে জকিগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান। পরে উন্নত চিকিৎসার জন্য সিলেট এম এ জি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়।
মাদকবিরোধী র্যালির আয়োজকেরা জানান, হামলাকারী ৩০-৪০ জনের মধ্যে অধিকাংশ আওয়ামী লীগ, যুবলীগ ও ছাত্রলীগের নেতাকর্মী। তাদেরকে আমরা চিনতে পেরেছি।
প্রত্যক্ষদর্শী মকবুল হোসেন বলেন, র্যালি চলাকালীন বেশ কয়েকজন লাঠিসোটা নিয়ে হামলা করে। এতে কয়েকজন লোক আহত হয়েছেন। হামলার ঘটনার পর থেকে জনমনে আতংক বিরাজ করছে। ঘটনার পর জকিগঞ্জ থানা পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে।